- সারাদেশ
- রাবিতে ফের সশরীরে ক্লাস শুরু ২২ ফেব্রুয়ারি
রাবিতে ফের সশরীরে ক্লাস শুরু ২২ ফেব্রুয়ারি

আগামী ২২ ফেব্রুয়ারি থেকে সশরীরে ক্লাসসহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম স্বাভাবিক হচ্ছে। মঙ্গলবার রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (রাবিসাস) সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ তথ্য নিশ্চিত করেছেন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।
উপাচার্য বলেন, শিক্ষার্থীদের অ্যাকাডেমিক ক্ষতির কথা বিবেচনায় ২২ ফেব্রুয়ারি থেকে সব বর্ষের সশরীরে ক্লাস ফের শুরু হবে।
এ বিষয়ে জনসংযোগ দপ্তর প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে বলেন, ক্লাস চলার পাশাপাশি সব অফিস আগের মতো সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে।
প্রসঙ্গত,করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় সরকারের নির্দেশনা অনুযায়ী গত ২২ জানুয়ারি থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস বন্ধ রয়েছে। তবে সকল অফিস সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত খোলা ছিল।
মন্তব্য করুন