ফরিদপুরে স্বাধীনতা শিক্ষক কর্মচারী ফেডারেশনের উদ্যোগে শিক্ষাব্যবস্থা জাতীয়করণ পূর্ণাঙ্গ উৎসবসহ ৮ দফা দাবি পূরণের লক্ষ্যে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে  মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

মঙ্গলবার সকালে প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন  কর্মসূচি পালন করা হয়।

ফরিদপুর প্রেসক্লাবের সদস্য অধ্যাপক মিজানুর রহমান মানিকের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন
আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ জয়নুল আবেদীন, পুলিশ লাইন্স স্কুলের প্রধান শিক্ষক মো. আব্দুল কাইয়ুম শেখ, আনসার উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মো. আবু জাফর, শাহ মো. আক্কাস,  মো. আবুল কালাম, মো. দেলোয়ার হোসেন, আবু সায়েম, শফিউদ্দিন মোল্যা প্রমুখ।

সভায় বক্তারা তাদের ৮ দফা দাবি তুলে ধরেনএবং সরকারি স্কুলের শিক্ষকদের বেতন বৈষম্য তুলে ধরেন। তারা আগামী দিনের আন্দোলনে সমস্ত শিক্ষক ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং বেসরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলো অবিলম্বে সরকারিকরণের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
এরপরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।