দুর্নীতি মামলায় চট্টগ্রাম বন্দরের সাবেক মাস্টার অপারেটর জসিম উদ্দিনের স্ত্রী কোহিনূর বেগমকে পাঁচ বছরের কারাদণ্ড, ৬ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরও ১ বছর ৩ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের মামলায় তাকে এ সাজা দেওয়া হয়।

মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক মুন্সি আবদুল মজিদ এর আদালত এ রায় দেন। রায় ঘোষণার পর আসামি কোহিনুর বেগমকে কারাগারে পাঠানো হয়।

দুদক পিপি মাহমুদুল হক বলেন, দুদক আইনের দুটি ধারায় দুর্নীতি করে অবৈধ সম্পদ অর্জন করায় কোহিনুর বেগমকে আদালত পাঁচ বছর সাজা দিয়েছেন। তবে একটি ধারায় চার বছর এবং অপর একটি ধারায় এক বছর করে মোট পাঁচ বছর সাজা দেওয়া হয়। দুই ধারার সাজা এক সাথে চলবে বলে আদেশে উল্লেখ করেছেন বিচারক। ৯ জনের সাক্ষ্য শেষে আদলত এ রায় দেন।

২০০৯ সালের ১০ জুলাই কোহিনূর বেগমের বিরুদ্ধে দুদক চট্টগ্রাম কার্যালয় দুর্নীতি মামলা দায়ের করে। তার বিরুদ্ধে ২০ লাখ ৬৩ হাজার ২২৪ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপন করার অভিযোগ রয়েছে। ২০১২ সালের ১৬ ফেব্রুয়ারি কোহিনুর বেগমের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে দুদক। ২০১২ সালের ১০ সেপ্টেম্বর চার্জশিট আমলে নিয়ে তার বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরু করেন আদালত।