- সারাদেশ
- রায় ঘোষণার ১০ বছর পর যাবজ্জীবনপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
ঢাবি শিক্ষার্থী শফিকুল হত্যা
রায় ঘোষণার ১০ বছর পর যাবজ্জীবনপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি কামাল হোসেন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শফিকুল ইসলাম হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি কামাল হোসেনকে (৪৬) গ্রেপ্তার করেছে র্যাব-১১ এর একটি দল। সোমবার রাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গাউছিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব। কামাল হোসেন রূপগঞ্জ উপজেলার বানিয়াদি এলাকার বশির উদ্দিনের ছেলে।
র্যাব-১১ এর মিডিয়া অফিসার এএসপি রিজওয়ান সাঈদ জিকু স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০০৫ সালে রূপগঞ্জ উপজেলার বানিয়াদি গ্রামের মফিজ উদ্দিন মেম্বারের ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শফিকুল ইসলামকে (২৪) গুলি করে হত্যা করা হয়। ওই ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে কামালসহ কয়েকজনের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।
তিনি আরও জানান, মামলার বিচার শেষে ২০১১ সালে আসামিদের বিভিন্ন মেয়াদে সাজা দেন আদালত। গ্রেপ্তার কামাল হোসেন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হন। রায় ঘোষণার পর গত ১০ বছর ধরে পলাতক ছিল কামাল।
মন্তব্য করুন