- সারাদেশ
- আনোয়ারা হাসপাতালে ফেলে যাওয়া সেই শিশুর দায়িত্ব চান বহু মানুষ
আনোয়ারা হাসপাতালে ফেলে যাওয়া সেই শিশুর দায়িত্ব চান বহু মানুষ

চট্টগ্রামের আনোয়ারা উপজেলা হাসপাতালে ফেলে যাওয়া কন্যা সন্তানের দায়িত্ব নিতে চান ৫০ জন মানুষ। এখন ওই নবজাতক আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) তত্ত্বাবধানে রয়েছেন।
মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জুবায়ের আহমেদ।
তিনি বলেন, আনোয়ারা উপজেলা হাসপাতালের চিকিৎসক ও নার্সরা নবজাতককে দেখাশোনা করছেন। তার যা যা প্রয়োজন সব কিছুর ব্যবস্থা করা হচ্ছে। বাচ্চাটি সুস্থ আছে। এখনও পর্যন্ত বাচ্চাটিকে ফেলে যাওয়া ওই নারীর খোঁজ পাওয়া যায়নি। যদিও পরিচয়বিহীন শিশুর দায়িত্ব নিতে অনেকেই আগ্রহ দেখাচ্ছেন।
১৩ ফেব্রুয়ারি রাতে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সন্তান জন্ম দেওয়ার ৫ ঘণ্টা পরে হাসপাতাল থেকে পালিয়ে যান মা। সঙ্গে আসা দুজন নারীও নবজাতককে একা ফেলে চলে যান। এখন পর্যন্ত খোঁজ মেলেনি মা ও আত্মীয়-স্বজনদের।
উপজেলা হাসপাতাল ও স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রিদুয়ানুল আজাদ বলেন, প্রসববেদনা নিয়ে দুজন নারী এসে কাতর এক নারীকে হাসপাতালে ভর্তি করান। তারা পরিচয় লেখেন বিলকিছ আক্তার। ভর্তি হওয়ার কিছুক্ষণ পর ওই নারী একটি কন্যাসন্তান জন্ম দেন। রাতে তারা হাসপাতালে ছিলেন। ভোর ৬টার পর দুই নারী বাইরে বের হয়ে আর ফেরেননি। পরে ইউএনওকে বিষয়টি জানালে তিনি হাসপাতালে ছুটে আসেন।
মন্তব্য করুন