- সারাদেশ
- ‘প্রেমে ব্যর্থ’ হয়ে যুবকের আত্মহত্যা
‘প্রেমে ব্যর্থ’ হয়ে যুবকের আত্মহত্যা

‘প্রেমে ব্যর্থ’ হয়ে ফেসবুক লাইভে এসে অন্তর দাস নামে এক যুবক গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার হবিগঞ্জের মাধবপুর উপজেলার বেলঘর গ্রামে এ ঘটনা ঘটে। পরে পুলিশ মরদেহ উদ্ধার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
মাধবপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) গোলাম কিবরিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মঙ্গলবার দুপুরে অন্তর দাস বাড়ির শয়নকক্ষে তার ব্যবহৃত মোবাইল ফোন সুবিধাজনক স্থানে রেখে ফেসবুকে ভিডিও লাইভ শুরু করে রশি দিয়ে নিজেই নিজের গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।
পুলিশের ধারণা, প্রেমে ব্যর্থ হয়ে ওই যুবক আত্মহত্যা করেছেন। তার ফেসবুক মেসেঞ্জারের কথোপকথন দেখে এমনটি অনুমান। মাধবপুর থানার ওসি আবদুর রাজ্জাক জানান, ঘটনাটি তদন্ত করে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন