- সারাদেশ
- বগুড়ায় ছুরিকাঘাতে যুবলীগ কর্মী খুন
বগুড়ায় ছুরিকাঘাতে যুবলীগ কর্মী খুন

বগুড়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক যুবলীগ কর্মী খুন হয়েছেন। মঙ্গলবার শহরের পৌর পার্কে এ হত্যাকাণ্ড ঘটে। এ সময় তার এক সহযোগী আহত হয়েছে। নিহত মিরাজ আলী (২২) শহরের বৃন্দাবন দক্ষিণপাড়া এলাকার আবদুর রহমানের ছেলে ও যুবলীগের ২ নম্বর ওয়ার্ড কমিটির সদস্য। পেশায় তিনি অটোরিকশার মেকার ছিলেন। পাশাপাশি টিকটকের জন্য ভিডিও করতেন। আহত মো. নাজমুলকে (১৬) বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ তাৎক্ষণিকভাবে এই হত্যার কারণ জানতে পারেনি। তবে সদর থানার ওসি সেলিম রেজার ধারণা, প্রেমঘটিত কারণে মিরাজকে খুন করা হয়েছে।
চিকিৎসাধীন নাজমুল জানায়, তাদের ২০ থেকে ২৫ জনের একটি টিকটক গ্রুপ আছে। মঙ্গলবার বিকেলে তারা শহরের জিরো পয়েন্ট সাতমাথা এলাকায় অবস্থান করছিল। বিকেল ৫টার দিকে মিরাজ তাকে ফোন করে বলেন, ‘জেলার গাবতলী এলাকার কয়েক যুবক তাকে মোবাইল ফোনে হুমকি দিচ্ছে এবং পৌর পার্কে দেখা করতে বলেছে। তোরা সবাই পার্কের ভেতরে আয়।’ এরপর আমিসহ ১০-১২ জন পার্কের ভেতরে ব্যায়াম করার স্থানে গিয়ে টিকটক ভিডিও শুরু করি। এ সময় চার-পাঁচজন যুবক এসে মিরাজের পরিচয় পেয়ে তাকে চর-থাপ্পড় মরতে থাকে। তখন আমি বাধা দিতে গেলে তারা আমার হাতে ছুরিকাঘাত করে। এরপর তারা মিরাজকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে চলে যায়।
শজিমেক হাসপাতাল সংলগ্ন ছিলিম পুলিশ ফাঁড়ির এসআই শামিম হোসেন জানান, মিরাজকে গুরুতর আহত অবস্থায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসা শুরুর আগেই তার মৃত্যু হয়। মিরাজের তলপেটে একাধিক জখমের চিহ্ন আছে।
নিহতের ভাই আতাউর রহমান জানান, ঘটনার আগে ফোনে মিরাজকে কেউ হুমকি দিচ্ছে বলে জানিয়েছিল। এ ছাড়া এক মেয়ের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল বলে শুনেছি। তার মোবাইল ফোন যাচাই করলে হত্যার বিষয়ে অনেক তথ্য পাওয়া যেতে পারে। যুবলীগ বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু জানান, মিরাজ ওয়ার্ড কমিটির সদস্য ছিলেন। সোমবার রাতে মিরাজ তাকেও মোবাইল ফোনে হুমকি-ধমকির বিষয়ে জানিয়েছিলেন। ওসি সেলিম বলেন, মিরাজ হত্যায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এর আগে শনিবার শহরের নিশিন্দারা পূর্ব খাঁপাড়া এলাকায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে তুহিন বাবু ওরফে কুইন (২৪) নামে এক যুবক নিহত হন। ওই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশ আলাল শেখ নামের এক যুবককে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়েছে।
মন্তব্য করুন