- সারাদেশ
- আমি কারও রক্তচক্ষুকে ভয় করি না: কাদের মির্জা
আমি কারও রক্তচক্ষুকে ভয় করি না: কাদের মির্জা

আবদুল কাদের মির্জা। ফাইল ছবি
নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা তার বড় ভাই সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে উদ্দেশ করে বলেছেন, আমি কারও রক্তচক্ষুকে ভয় করি না, আমি আপনার রাজনীতি করি না, আমি শেখ হাসিনার উন্নয়নের রাজনীতি করি, বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করি।
মঙ্গলবার বসুরহাট পৌরসভা মিলনায়তনে কাদের মির্জা সমর্থিত তিন বিজয়ী ইউপি চেয়ারম্যানকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
কাদের মির্জা অভিযোগ করে বলেন, ওবায়দুল কাদের, নোয়াখালীর ডিসি, এসপি, কোম্পানীগঞ্জের ইউএনও এবং নির্বাচন কর্মকর্তাদের যোগসাজশে সেতুমন্ত্রীর ভাগিনা ও অপশক্তিদের জেতানোর জন্য ভোট চুরি করেছেন। মন্ত্রীও ২০১৮ সালে ভোট চুরি করে পালিয়ে গেছেন, এখন এলাকার খবর রাখেন না।
সংবর্ধনা অনুষ্ঠানে কোম্পানীগঞ্জের তিন ইউনিয়নের বিজয়ী চেয়ারম্যান আইয়ুব আলী, নাজিম উদ্দিন মিকন ও মহিউদ্দিন সোহাগ ছাড়াও কাদের মির্জার অনুসারী কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইস্কান্দার হায়দার চৌধুরী বাবুল, সাধারণ সম্পাদক মো. ইউনুছ প্রমুখ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন