- সারাদেশ
- বাউফলে ছাত্রদলের কমিটিতে মৃত যুবকের নাম
বাউফলে ছাত্রদলের কমিটিতে মৃত যুবকের নাম

পটুয়াখালীর বাউফলে ইউনিয়ন ছাত্রদলের কমিটিতে সহসভাপতি করা হয়েছে মৃত এক যুবককে। সম্প্রতি বাউফল উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি নওমালা ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা করে।
এতে সহসভাপতি পদে ৭ নম্বরে নাম রয়েছে মো. জাহিদুল ইসলাম হাওলাদার ওরফে শাকিলের। অথচ প্রায় দুই মাস আগে সড়ক দুর্ঘটনায় জাহিদুলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তৃণমূল কর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে সমালোচনা।
সালমান রহমান শাকিল নামে এক ছাত্রদল কর্মী তার ফেসবুক অ্যাকাউন্টে মৃত জাহিদুলের ছবি ও ইউনিয়ন কমিটির তালিকা পোস্ট করে লিখেছেন, উপজেলা ছাত্রদলের অদক্ষ আহ্বায়ক ও সদস্য সচিব নওমালা ইউনিয়ন ছাত্রদলের কমিটি দিয়েছেন। টাকার বিনিময়ে এই কমিটি দেওয়া হয়েছে।
হাবিবুর রহমান নামে এক কর্মী তার ফেসবুকে অ্যাকাউন্টে লিখেছেন, নওমালা ইউনিয়ন ছাত্রদলের নিবেদিত কর্মী ছিলেন জাহিদুল ইসলাম।
জাহিদুলের বাবা নওমালা ইউনিয়নের বটকাজল গ্রামের আব্দুল মোতালেব হাওলাদার বলেন, প্রায় দুই মাস আগে মারা যাওয়া তার ছেলের নাম নতুন কমিটিতে কেন এলো তার জানা নেই।
এ বিষয়ে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মুজাহিদুল ইসলাম বলেন, জাহিদুল সংগঠনের সক্রিয় কর্মী ছিলেন। এ কারণে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে কমিটিতে তার নাম রাখা হয়েছে।
মন্তব্য করুন