- সারাদেশ
- মৎসজীবীদের মাঝে বাছুর বিতরণ করলেন এমপি শাওন
মৎসজীবীদের মাঝে বাছুর বিতরণ করলেন এমপি শাওন

ভোলার লালমোহন উপজেলায় মৎসজীবীদের মাঝে বাছুর বিতরণ করেছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন। বুধবার ২০২১-২২ অর্থবছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় নিবন্ধিত ১০ জেলেদের মাঝে দেশীয় প্রজাতির গরুর বাছুর বিতরণ করেন তিনি।
এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৎস্যবান্ধব বিভিন্ন কর্মসূচি গ্রহণের ফলে দেশ এখন মাছে স্বয়ংসম্পূর্ণ হওয়ায় মানুষ স্বল্পমূল্যে মাছ ও পুষ্টি পাচ্ছে।
তিনি আরও বলেন, বিশ্বে ইলিশ আহরণকারী ১১টি দেশের মধ্যে বাংলাদেশ শীর্ষে। বাংলাদেশে ইলিশের সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক গুরুত্ব রয়েছে। শুধু ইলিশ নয়, সাগরকেন্দ্রিক অর্থনীতির উন্নয়নে অন্যান্য মাছের দিকেও নজর দিতে হবে। নজর দিতে হবে মৎস্যজীবী মানুষগুলোর জীবনমান উন্নয়নেও।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা আজহারুল ইসলাম, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার,উপজেলা মৎস্য কর্মকর্তা রুহুল কুদ্দুসসহ আরও অনেকে।
মন্তব্য করুন