- সারাদেশ
- চট্টগ্রামে ‘গোপন বৈঠক’ থেকে শিবিরের ২৬ নেতাকর্মী গ্রেপ্তার
চট্টগ্রামে ‘গোপন বৈঠক’ থেকে শিবিরের ২৬ নেতাকর্মী গ্রেপ্তার

চট্টগ্রামে গোপন বৈঠকে অভিযান চালিয়ে ইসলামী ছাত্রশিবিরের ২৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার নগরের চান্দগাঁও আবাসিক এলাকায় সাড়াশি অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ২৬ জন হলেন- সাখাওয়াত হোসাইন, আবিদুল ইসলাম, সিফাত আলম সিজান, আবু নাসের মোহাম্মদ তুষার, মিনহাজ উদ্দিন, মো. মিজবাহ উদ্দিন, কায়সার হামিদ, সারোয়ার আজম, মো. রাকিন কামাল, আবু রিয়াদ, মো. নুরুল আলম, মো. ইব্রাহিম আলী, তারেকুল ইসলাম, হাবিবুল ইসলাম, আব্দুল আহাদ, আল আমিন, মোহাম্মদ হোসাইন, রিয়াদুল হামিদ, গিয়াস উদ্দিন, সাইফুল ইসলাম, নাঈম উদ্দিন, রাকিবুর রহমান, আবদুল ওয়াহিদ,মো. ইনজামাম, জুবাইরুল ইসলাম ও মো. জাকারিয়া।
নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার একেএম মহিউদ্দিন সেলিম সমকালকে বলেন, গোয়েন্দা তথ্য ছিল শিবির কর্মীরা নাশকতার চালানোর পরিকল্পনা করতে গোপন বৈঠকে মিলিত হয়েছে। এ তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। চান্দগাঁও আবাসিকের বি ব্লকের ৮ ও ১৩ নম্বর সড়কের দুইটি বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বাসাগুলো থেকে শিবিরের দলীয় বিভিন্ন প্রকাশনাও উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে চান্দগাঁও থানায় মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য করুন