- সারাদেশ
- ৩০ গরু দিয়ে ৫০ হাজার মানুষকে মেজবান খাওয়ালেন আ জ ম নাছির
৩০ গরু দিয়ে ৫০ হাজার মানুষকে মেজবান খাওয়ালেন আ জ ম নাছির

মায়ের জেয়াফতে ৫০ হাজার মানুষকে মেজবান খাইয়েছেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিন।
বৃহস্পতিবার চট্টগ্রামে ঐতিহ্যবাহী এই মেজবানের আয়োজন করেন তিনি। এ উপলক্ষে ৩০ টি গরু জবাই করা হয় বলে জানান আ জ ম নাছির উদ্দিন।
জানা গেছে, বিশাল এই আয়োজনের রান্না করেন আবুল হোসেন বাবুর্চি। তার সহযোগী হিসেবে ছিলেন আরো ২০০ জন নারী ও পুরুষ। এছাড়াও দুই কমিউনিটি সেন্টারে ১ হাজারের বেশি স্বেচ্ছাসেবক কাজ করেছেন।
এছাড়াও ৫০ হাজার মানুষের মেজবান রান্নার জন্য বড় ডেকচি ছিলো ৪০০টি। চট্টগ্রাম জিইসি কনভেনশন হলের এই আয়োজনটি সাম্প্রতিক সময়ের মধ্যে নগরীর সবচেয়ে বড় মেজবান।
করোনার কারণে স্বাস্থ্যবিধি মেনে দুটি বড় কমিউনিটি সেন্টারে মেজবান আয়োজন করা হয়। এদিন সংসদ সদস্য, রাজনীতিক, জনপ্রতিনিধি, সাংবাদিক, চিকিৎসক, সরকারি কর্মকর্তা, আইনজীবী, ক্রীড়া সংগঠকসহ বিভিন্ন পেশার অতিথিরা উপস্থিত ছিলেন।
গত ৩১ জানুয়ারি সকাল ৯টা ৩০ মিনিটে আ জ ম নাসিরের মা ফাতেমা জোহরা বেগম চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন।
মন্তব্য করুন