- সারাদেশ
- কিশোরগঞ্জে মাদকদ্রব্যসহ ২ ব্যবসায়ী আটক
কিশোরগঞ্জে মাদকদ্রব্যসহ ২ ব্যবসায়ী আটক

কিশোরগঞ্জে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৮ কেজি গাঁজা, মাদক ব্যবসার কাজে ব্যবহৃত তিনটি মোবাইল ও একটি মোটরসাইকেলসহ মনুরা বেগম (৪৮) ও জুবেল মিয়া (২৮) নামে দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪ এর সদস্যরা।
বৃহস্পতিবার (১০ মার্চ) রাতে কিশোরগঞ্জ সদর উপজেলার নীলগঞ্জবাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
দুই মাদক ব্যবসায়ীর মধ্যে মনুরা বেগম কিশোরগঞ্জ সদর উপজেলার মাইশাকান্দি গ্রামের মৃত আব্বাস আলী ভূইয়ার মেয়ে এবং জুবেল মিয়া ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার আজিমপুর গ্রামের আলী আকবর মিয়ার ছেলে।
র্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার এম শোভন খান বিএন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মনুরা বেগম ও জুবেল মিয়া উভয়েই মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছিল।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪ এর কিশোরগঞ্জ ক্যাম্পের অপারেশনাল টিম বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে নীলগঞ্জবাজার এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ৮ কেজি গাঁজা, মাদক ব্যবসার কাজে ব্যবহৃত তিনটি মোবাইল ও একটি মোটরসাইকেলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা উভয়েই দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল বলে স্বীকার করে। তাদের আজ শুক্রবার কিশোরগঞ্জ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।
মন্তব্য করুন