নোয়াখালী সদর উপজেলা থেকে কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটক হলো, উপজেলার কাদির হানিফ ইউনিয়নের ইকবাল হোসেনের ছেলে রাফসান হোসেন (১৮), বিনোদপুর ইউনিয়নের বেলাল হোসেনের ছেলে মো. আসিফ (১৭) ও দাদপুর ইউনিয়নের কাশিপুর গ্রামের আবুল কালামের ছেলের ইমন (১৪)।

বৃহস্পতিবার (১০ মার্চ) রাতে নোয়াখালী পুলিশ সুপার শহীদুল ইসলাম এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। এর আগে সন্ধ্যায় সদর উপজেলার কাদির হানিফ ইউনিয়নের জহিরুল হক মিয়ার গ্যারেজ-সিরাজপুর সড়কের পাশ থেকে তাদের আটক করা হয়।

জানা যায়, নোয়াখালী ডিবি পুলিশের ওসি সাইফুল ইসলামের নেতৃত্বে একটি দল উপজেলার কাদির হানিফ ইউনিয়নের জহিরুল হক মিয়ার গ্যারেজ-সিরাজপুর সড়কে অভিযান চালায়। এ সময় ১টি দেশীয় ছুরি, ১টি লোহার তৈরি কাটারসহ তিন কিশোর গ্যাং সদস্যকে আটক করা হয়। আটকরা কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য ও কিশোর গ্যাং পরিচালনার লক্ষ্যে ওই স্থানে সমবেত হয়।

জেলা গোয়ান্দা পুলিশরে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-ডিবি) সাইফুল ইসলাম জানান, আটকদের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে শুক্রবার দুপুরে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।