ঝিনাইদহের শৈলকুপা শহরের প্রধান প্রবেশপথের সড়কের গর্ত এক মাসেও মেরামত করা হয়নি। এতে ভোগান্তির শিকার হচ্ছেন বিভিন্ন যানের যাত্রী ও চালকরা।
খোঁজ নিয়ে জানা যায়, শৈলকুপার কবিরপুরের কুমার নদের সেতুর দক্ষিণ পাড় থেকে গাড়গঞ্জমুখী সড়কটি ঝিনাইদহ সড়ক ও জনপথ বিভাগের। কয়েক মাস আগে সড়কটি মেরামত করে কর্তৃপক্ষ। এক মাস আগে কবিরপুর তিন রাস্তার মোড়ে খাদের সৃষ্টি হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদ আল মামুন জানান, শহরের প্রবেশপথ কবিরপুর তিন রাস্তার মোড়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এ ছাড়া বেশ কয়েকটি সেবামূলক প্রতিষ্ঠান রয়েছে এই মোড়ে। এক মাস ধরে মোড়ের ওপর দুটি খাদের সৃষ্টি হয়ে পানি জমে রয়েছে। যে কোনো সময় খাদে ভারী যানবাহন বিকল হলে বন্ধ হয়ে যেতে পারে সেবা কার্যক্রম। ফলে কর্তৃপক্ষের উচিত দ্রুত সড়কটি মেরামত করা।
ঝিনাইদহ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আনোয়ার পারভেজ জানান, কবিরপুর মোড়ের ক্ষতিগ্রস্ত স্থানটি মেরামতের ব্যবস্থা নেবেন তিনি।