- সারাদেশ
- খুলনায় পাটকলের ২ শ্রমিক নেতা ‘আটক’
খুলনায় পাটকলের ২ শ্রমিক নেতা ‘আটক’

ফাইল ছবি
খুলনার খালিশপুর এবং দৌলতপুর জুট মিল যৌথ কারখানা কমিটির সভাপতি মনির হোসেন ও সাধারণ সম্পাদক আলমগীর কবীরকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে নগরীর খালিশপুর থানা পুলিশ পিপলস গেট এলাকা থেকে তাদের আটক করে থানায় নিয়ে যায়।
শ্রমিক নেতা মনির হোসেনের স্ত্রী পারুল বেগম জানান, তার স্বামীসহ ২ জনকে পুলিশ আটক করেছে। ঘটনাস্থলে থাকা পাটকল শ্রমিকরা ফোন করে তাকে এ তথ্য জানিয়েছেন।
পাটকল শ্রমিকদের অভিযোগ, বকেয়া টাকা প্রদানের দাবিতে আজ শুক্রবার বিকেলে খালিশপুরে পাটকল শ্রমিকদের বিক্ষোভ মিছিলের কর্মসূচি রয়েছে। এই কর্মসূচি ঠেকাতে তাদেরকে আটক করা হয়েছে।
তবে খালিশপুর থানার ওসি কামাল হোসেন খান বলেন, জিজ্ঞাসাবাদের জন্য ২ জনকে থানায় আনা হয়েছে। তারা খালিশপুর শিল্পাঞ্চলে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ রয়েছে। সে বিষয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদেরকে আটক বা গ্রেফতার দেখানো হয়নি।
মন্তব্য করুন