- সারাদেশ
- আড়াইহাজারের ১১ স্পটে তোলা হচ্ছে অবৈধ টোল
আড়াইহাজারের ১১ স্পটে তোলা হচ্ছে অবৈধ টোল

নারায়ণগঞ্জের আড়াইহাজার সদরের ঢাকা-বিশনন্দী আঞ্চলিক মহাসড়কের কলেজ রোডে পৌর করের রসিদে টোল আদায় করছেন ইজারাদারের কর্মী সমকাল
উচ্চ আদালতের নিষেধাজ্ঞা না মেনে নারায়ণগঞ্জের আড়াইহাজারের বিভিন্ন সড়ক ও মহাসড়কে যানবাহন থেকে টোল আদায় করছে পৌর কর্তৃপক্ষ। টাকা দিতে না চাইলে চালকদের বিভিন্নভাবে হয়রানি করছেন আদায়কারীরা। ১১ স্পটে প্রতিদিন ৬০ থেকে ৭০ হাজার টাকা পর্যন্ত টোল তুলছেন ইজারাদাররা। এতে যাত্রীদের গুনতে হচ্ছে অতিরিক্ত ভাড়া। গাড়ির গতিরোধ করে টোল আদায়ের কারণে সড়ক-মহাসড়কে দেখা দিচ্ছে যানজট। প্রকাশ্যে চাঁদাবাজির চললেও প্রশাসন কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ভ্রুক্ষেপ নেই।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আইন অনুযায়ী, পৌরসভার নিজস্ব পার্কিং ব্যবস্থা না থাকলে পৌর কর্তৃপক্ষ সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ), স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) নির্মিত সড়ক থেকে কোনো ধরনের পৌরকর বা টোল নিতে পারবে না। এ ছাড়া সড়ক-মহাসড়কে গাড়ি থামিয়ে টোল আদায় বন্ধ করতে গত জুলাইয়ে রুল জারি করেন উচ্চ আদালত। এ ক্ষেত্রে আদালতের নিষেধাজ্ঞা মানছে না আড়াইহাজার পৌর কর্তৃপক্ষ।
অটোরিকশাচালক আবুল হোসেন জানান, আড়াইহাজারের পায়রা চত্বর, কলেজ রোড, ঢাকা-বিশনন্দী, নোয়াপাড়া, দিঘিরপার সিএনজি অটোস্টেশন নরসিংদী-মদনগঞ্জ আঞ্চলিক মহাসড়ক সড়ক ও জনপথ বিভাগের। পুলিশ স্টেশন মোড় ও থানার মসজিদ রোড এলজিইডির। এসব সড়কে পৌরসভার নিজস্ব কোনো পার্কিং স্থান কিংবা টার্মিনাল নেই। তার পরও এসব এলাকায় চলাচলরত সিএনজি অটোরিকশা ও ইজিবাইক থেকে ২০ টাকা, পিকআপ ভ্যান থেকে ৫০ টাকা, ট্রাক থেকে ৭০ টাকা টোল আদায় করছে ইজারাদারের লোকজন। প্রতিদিন টোল আদায় করা হচ্ছে ৬০ থেকে ৭০ হাজার টাকা।
বাঞ্ছারামপুরগামী সিএনজি অটোরিকশাচালক আলী হোসেন জানান, আড়াইহাজার পায়রা চত্বর থেকে টোলের নামে জোর করে ২০-৩০ টাকা চাঁদা আদায় করা হয়। চাঁদা আদায়ের জন্য লাঠি নিয়ে কয়েকজন লোক আশপাশে দাঁড়িয়ে থাকে। চাঁদা দিতে না চাইলে তারা লাঠি দিয়ে আঘাত করে। আড়াইহাজার পুলিশ স্টেশনের পাশেও গাড়ি থেকে নেওয়া হচ্ছে টোল।
সরেজমিন দেখা যায়, ইউএনওর বাসভবনের ১০০ গজের মধ্যে বিশনন্দী থেকে ঢাকাগামী একটি ট্রাক থামিয়ে চালকের কাছ থেকে ৫০ টাকা রাখেন টোল আদায়কারী মোরশেদ। মোরশেদ বলেন, 'পৌরসভা থেকে নিতে বলেছে, তাই নিচ্ছি।' পায়রা চত্বরের ভুলতা রুটে মিজান ও রুবেল নামে দু'জনকে টোল আদায়ের রসিদ বই ও লাঠি হাতে দেখা যায়। আর মাধবদী রুটে দেখা যায় ইসমাইল ও মাহবুবকে দাঁড়িয়ে থাকতে।
আড়াইহাজার পৌর যুবলীগের সভাপতি শব্দর আলী পরিবারের পক্ষে মদনগঞ্জ রুটে বিল্লাল, জাকির ও শাহাদাত নামে তিনজন পালাক্রমে রসিদ দিয়ে টোল আদায় করছেন। তারা জানান, প্রতিদিন ৫ থেকে ৬ হাজার টাকা টোল (চাঁদা) আদায় করেন তারা। এর মধ্যে দুই হাজার টাকা করে ইজারাদারকে জমা দেন। শব্দর আলী বলেন, 'পৌরসভা থেকে ইজারা নিয়ে নিয়ম মেনে টোল নেওয়া হচ্ছে।'
পুলিশ স্টেশনের পাশে থেকে টোলের নামে চাঁদা আদায়ের ব্যাপারে ইজারাদার আনিছুর রহমান বলেন, 'অন্যরা যেভাবে টোল নিচ্ছেন, আমিও ইজারা নিয়ে সেভাবেই আদায় করছি।'
আড়াইহাজারের পৌর মেয়র সুন্দর আলী বলেন, ১১ স্পটে বছরে ৪৫ লাখ টাকায় পৌর এলাকার ভেতরের সড়কে চলাচলকারী সিএনজি অটোরিকশা ও ইজিবাইক থেকে টোল তুলতে ইজারা দেওয়া হয়েছে। এর বাইরে কোনো যানবাহনে টোল নিলে তাকে পুলিশে ধরিয়ে দিন।' সড়ক ও জনপথ বিভাগের সড়ক-মহাসড়ক থেকে টোল নেওয়া বৈধ কিনা- এ প্রশ্নের জবাবে মেয়র বলেন, 'এ টাকা দিয়ে পৌরসভার ব্যয় মেটানো হয়। টোল আদায় না করলে উন্নয়ন হবে কীভাবে? পৌরসভা উন্নয়নের স্বার্থেই টোল আদায়ে ইজারা দেওয়া হয়েছে।'
নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মেহেদী ইকবাল বলেন, 'সড়ক ও জনপথ বিভাগে সড়ক-মহাসড়কে চলাচলরত যানবাহন থেকে টোল কিংবা পৌরকর নেওয়া অবৈধ। এ ব্যাপারে উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসনের কঠোর ব্যবস্থা নেওয়া দরকার।
আড়াইহাজার থানার ওসি আনিচুর রহমান মোল্লা বলেন, 'বিষয়টি দেখার জন্য সওজের একটি কমিটি আছে। কমিটি আমাকে বললে চাঁদাবাজদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।'
আড়াইহাজারের ইউএনও রফিকুল ইসলাম বলেন, 'নিজস্ব পার্কিং টার্মিনাল ছাড়া সড়ক-মহাসড়কে চলাচলরত যানবাহন থেকে টোল আদায়ের বিধান নেই। পৌর কর্তৃপক্ষ যদি ইজারা দিয়ে থাকে, তবে তা বেআইনি। এটা করতে দেওয়া যাবে না। থানার ওসিকে ব্যবস্থা নিতে বলব।'
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আইন অনুযায়ী, পৌরসভার নিজস্ব পার্কিং ব্যবস্থা না থাকলে পৌর কর্তৃপক্ষ সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ), স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) নির্মিত সড়ক থেকে কোনো ধরনের পৌরকর বা টোল নিতে পারবে না। এ ছাড়া সড়ক-মহাসড়কে গাড়ি থামিয়ে টোল আদায় বন্ধ করতে গত জুলাইয়ে রুল জারি করেন উচ্চ আদালত। এ ক্ষেত্রে আদালতের নিষেধাজ্ঞা মানছে না আড়াইহাজার পৌর কর্তৃপক্ষ।
অটোরিকশাচালক আবুল হোসেন জানান, আড়াইহাজারের পায়রা চত্বর, কলেজ রোড, ঢাকা-বিশনন্দী, নোয়াপাড়া, দিঘিরপার সিএনজি অটোস্টেশন নরসিংদী-মদনগঞ্জ আঞ্চলিক মহাসড়ক সড়ক ও জনপথ বিভাগের। পুলিশ স্টেশন মোড় ও থানার মসজিদ রোড এলজিইডির। এসব সড়কে পৌরসভার নিজস্ব কোনো পার্কিং স্থান কিংবা টার্মিনাল নেই। তার পরও এসব এলাকায় চলাচলরত সিএনজি অটোরিকশা ও ইজিবাইক থেকে ২০ টাকা, পিকআপ ভ্যান থেকে ৫০ টাকা, ট্রাক থেকে ৭০ টাকা টোল আদায় করছে ইজারাদারের লোকজন। প্রতিদিন টোল আদায় করা হচ্ছে ৬০ থেকে ৭০ হাজার টাকা।
বাঞ্ছারামপুরগামী সিএনজি অটোরিকশাচালক আলী হোসেন জানান, আড়াইহাজার পায়রা চত্বর থেকে টোলের নামে জোর করে ২০-৩০ টাকা চাঁদা আদায় করা হয়। চাঁদা আদায়ের জন্য লাঠি নিয়ে কয়েকজন লোক আশপাশে দাঁড়িয়ে থাকে। চাঁদা দিতে না চাইলে তারা লাঠি দিয়ে আঘাত করে। আড়াইহাজার পুলিশ স্টেশনের পাশেও গাড়ি থেকে নেওয়া হচ্ছে টোল।
সরেজমিন দেখা যায়, ইউএনওর বাসভবনের ১০০ গজের মধ্যে বিশনন্দী থেকে ঢাকাগামী একটি ট্রাক থামিয়ে চালকের কাছ থেকে ৫০ টাকা রাখেন টোল আদায়কারী মোরশেদ। মোরশেদ বলেন, 'পৌরসভা থেকে নিতে বলেছে, তাই নিচ্ছি।' পায়রা চত্বরের ভুলতা রুটে মিজান ও রুবেল নামে দু'জনকে টোল আদায়ের রসিদ বই ও লাঠি হাতে দেখা যায়। আর মাধবদী রুটে দেখা যায় ইসমাইল ও মাহবুবকে দাঁড়িয়ে থাকতে।
আড়াইহাজার পৌর যুবলীগের সভাপতি শব্দর আলী পরিবারের পক্ষে মদনগঞ্জ রুটে বিল্লাল, জাকির ও শাহাদাত নামে তিনজন পালাক্রমে রসিদ দিয়ে টোল আদায় করছেন। তারা জানান, প্রতিদিন ৫ থেকে ৬ হাজার টাকা টোল (চাঁদা) আদায় করেন তারা। এর মধ্যে দুই হাজার টাকা করে ইজারাদারকে জমা দেন। শব্দর আলী বলেন, 'পৌরসভা থেকে ইজারা নিয়ে নিয়ম মেনে টোল নেওয়া হচ্ছে।'
পুলিশ স্টেশনের পাশে থেকে টোলের নামে চাঁদা আদায়ের ব্যাপারে ইজারাদার আনিছুর রহমান বলেন, 'অন্যরা যেভাবে টোল নিচ্ছেন, আমিও ইজারা নিয়ে সেভাবেই আদায় করছি।'
আড়াইহাজারের পৌর মেয়র সুন্দর আলী বলেন, ১১ স্পটে বছরে ৪৫ লাখ টাকায় পৌর এলাকার ভেতরের সড়কে চলাচলকারী সিএনজি অটোরিকশা ও ইজিবাইক থেকে টোল তুলতে ইজারা দেওয়া হয়েছে। এর বাইরে কোনো যানবাহনে টোল নিলে তাকে পুলিশে ধরিয়ে দিন।' সড়ক ও জনপথ বিভাগের সড়ক-মহাসড়ক থেকে টোল নেওয়া বৈধ কিনা- এ প্রশ্নের জবাবে মেয়র বলেন, 'এ টাকা দিয়ে পৌরসভার ব্যয় মেটানো হয়। টোল আদায় না করলে উন্নয়ন হবে কীভাবে? পৌরসভা উন্নয়নের স্বার্থেই টোল আদায়ে ইজারা দেওয়া হয়েছে।'
নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মেহেদী ইকবাল বলেন, 'সড়ক ও জনপথ বিভাগে সড়ক-মহাসড়কে চলাচলরত যানবাহন থেকে টোল কিংবা পৌরকর নেওয়া অবৈধ। এ ব্যাপারে উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসনের কঠোর ব্যবস্থা নেওয়া দরকার।
আড়াইহাজার থানার ওসি আনিচুর রহমান মোল্লা বলেন, 'বিষয়টি দেখার জন্য সওজের একটি কমিটি আছে। কমিটি আমাকে বললে চাঁদাবাজদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।'
আড়াইহাজারের ইউএনও রফিকুল ইসলাম বলেন, 'নিজস্ব পার্কিং টার্মিনাল ছাড়া সড়ক-মহাসড়কে চলাচলরত যানবাহন থেকে টোল আদায়ের বিধান নেই। পৌর কর্তৃপক্ষ যদি ইজারা দিয়ে থাকে, তবে তা বেআইনি। এটা করতে দেওয়া যাবে না। থানার ওসিকে ব্যবস্থা নিতে বলব।'
মন্তব্য করুন