- সারাদেশ
- মহাসড়কে ছিনতাই হওয়া গরুভর্তি ট্রাক জব্দ, গ্রেপ্তার ৫
মহাসড়কে ছিনতাই হওয়া গরুভর্তি ট্রাক জব্দ, গ্রেপ্তার ৫

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পশ্চিম এলাকা নামক স্থান থেকে বৃহস্পতিবার রাত ২টার দিকে গরুভর্তি ট্রাক ছিনতাই করে নিয়ে যাওয়ার সময় ট্রাক জব্দ করেছে সালনা (কোনাবাড়ী) হাইওয়ে পুলিশ। এ সময় ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ ৫ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছেন।
গ্রেপ্তাররা হলো, কক্সবাজারের উখিয়া উপজেলার পূর্বদরকা গ্রামের মৃত আব্দুল হাকিম উদ্দিনের ছেলে নুর হোসেন (৫৫), একই গ্রামের মেহের আলীর ছেলে আব্দুল্লাহ (১৮), কুষ্টিয়া সদর জেলার খাজানগর গ্রামের হাসেম মোল্লাহর ছেলে হাসান মোল্লাহ (৩৮), ট্রাকচালক আরিফুল ইসলাম (৪৫), হেলপার রাকিবুল ইসলাম (১৮)। এ সময় ট্রাক থেকে ১৩টি গরু, ২টি মহিষ উদ্ধার করা হয়। সালনা হাইওয়ে পুলিশ রাতেই উদ্ধার করা গরু, আসামিদের কালিয়াকৈর থানায় সোপর্দ করে।
সালনা (কোনাবাড়ী) হাইওয়ে পুলিশ জানায়, হাইওয়ে থানা পুলিশ বেতার যন্ত্র ও ৯৯৯ এর মাধ্যমে জানতে পারেন যে, মহাসড়ক থেকে গরুভর্তি ট্রাক ছিনতাই করে ছিনতাইকারীরা ট্রাকটি নিয়ে চন্দ্রা হয়ে ঢাকার দিকে যাচ্ছে। এসআই মোহাম্মদ আশরাফুল হকের নেতৃত্বে একদল পুলিশ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর থানাধীন পশ্চিম চন্দ্রার ফনফিডেন্ট সিএনজি পাম্পের বিপরীত পাশে ঢাকাগামী লেনে চেকপোস্ট বসিয়ে ১৩টি গরু ও ২টি মহিষভর্তি ট্রাক জব্দ করে।
সালনা (কোনাবাড়ী) হাইয়ে থানার ওসি ফিরোজ হোসেন জানান, মালিক মতিয়ার রহমান কুষ্টিয়ার সদর থানার দেওখোলা নামক এলাকার বাজার থেকে গরু ক্রয় করে ট্রাকে তুলে। ছিনতাইকারীরা কুষ্টিয়ার সদর উপজেলা থেকেই ট্রাকটি ছিনতাই করে ঢাকার দিকে নিয়ে আসে। পরে গরুর মালিক ৯৯৯ নম্বরে ফোন দিয়ে বিষয়টি পুলিশকে অবগত করালে পুলিশ মহাসড়কের কয়েকটি পয়েন্টে চেকপোস্ট বসান।
মন্তব্য করুন