কক্সবাজার সৈক‌তে গোসল করতে নেমে পা‌নি‌তে ভে‌সে গি‌য়ে শাহেদ হোসেন বাপ্পি (১৭) নামে এক ক‌লেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তার মরদেহ উদ্ধার করেছে লাইফগার্ড কর্মীরা। বা‌প্পি রামু উপজেলার তে‌চ্ছিপুল এলাকার শামশুল আলমের ছেলে। রামু ক‌লে‌জের শিক্ষার্থী বাপ্পি। শুক্রবার (১১ মার্চ) সকাল পৌনে ১১টার দিকে সৈকতের কলাতলী পয়েন্টে থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

বিচকর্মী মাহাবুবুর রহমান জানান, শুক্রবার সকাল সা‌ড়ে ৯টার দি‌কে বা‌প্পিসহ ৬ বন্ধু সৈক‌তে গোসল করতে নামে। কিছুক্ষণ পর প্রবল স্রোতের টানে ভেসে যায় ২ জন। লাইফগার্ড কর্মীরা একজন‌কে তাৎক্ষ‌ণিক উদ্ধার করতে পারলেও বা‌প্পি‌কে খুঁজে পায়নি। পরে দুই ঘণ্টা পর ভেসে যাওয়া স্থানের কিছু দূরে মরদেহ ভেসে ওঠে।

বিচকর্মী মাহবুবুর রহমান আরো জানান, সাঁতার জা‌নে না ওই তরুণ। টিউব ভাড়া করে সাগরে নামে। কিন্তু ঢেউয়ের টা‌নে টিউব তার হাতছাড়া হয়ে যায়। এতে সাগরের গভীরে তলিয়ে যায় সে।

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দীন আহমেদ জানান, সাগরে ভেসে যাওয়া স্কুলছাত্রকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার মরদেহ স্বজনদের কাছে দেওয়া হয়েছে।