বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় দলটির নেতাকর্মীদের আন্দোলনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, ‘সরকারের পায়ের তলায় মাটি নেই। তাদের সময় ফুরিয়ে আসছে। আমরা মাঠে নামলেই সরকারের পতন হবে।’

শুক্রবার বগুড়ায় সদর উপজেলা বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শহরতলির বাঘোপাড়ায় শহীদ দানেশ উদ্দিন স্কুল ও কলেজ মাঠে দীর্ঘ ১১ বছর পর এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এর উদ্বোধন করেন দলটির জেলা কমিটির আহ্বায়ক স্থানীয় পৌরসভার মেয়র রেজাউল করিম বাদশা। স্বাগত বক্তব্য দেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আলী আজগর তালুকদার হেনা। সভাপতিত্ব করেন বগুড়া সদর উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সোলায়মান আলী।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে গোপন ব্যালটে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচন করা হয়। বিকেল ৪টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ভোট গ্রহণ চলছিল।

বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায় সরকারের সমালোচনা করে বলেন, তাদের (সরকারের) লাগামহীন দুর্নীতির কারণে দেশে বর্তমানে অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দেশে মানবাধিকার নেই, গণতন্ত্র নেই; এমনকি ভোটাধিকারও হরণ করা হয়েছে। দুঃসহ এই অবস্থা থেকে জনগণকে উদ্ধার করতে হলে সরকারের পতন ঘটানো ছাড়া ভিন্ন কোনো উপায় নেই।

সম্মেলনে আরও বক্তৃতা করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট একেএম মাহবুবর রহমান ও হেলালুজ্জামান তালুকদার লালু, বগুড়া সদর আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ, বিএনপির চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামিম, সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন, কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরীন, ফরিদপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, রাজশাহী বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক এএইচএম ওবায়দুর রহমান চন্দন, খুলনা বিভাগের সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, বগুড়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক যথাক্রমে একেএম সাইফুল ইসলাম, ফজলুল বারী তালুকদার বেলাল ও মোশারফ হোসেন এমপি, দলের কেন্দ্রীয় সদস্য জয়নাল আবেদীন চান ও লাভলী রহমান।