- সারাদেশ
- ‘নেশা করে’ তর্ক-বিতর্কের জেরে যুবককে পিটিয়ে হত্যা, আটক ১
‘নেশা করে’ তর্ক-বিতর্কের জেরে যুবককে পিটিয়ে হত্যা, আটক ১

ছবি: সমকাল
দিনাজপুরে ‘নেশা করে’ তর্ক-বিতর্কের জেরে রশিদ (৩২) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাতে সদর উপজেলার ১নং চেহেলগাজী ইউনিয়নে এই ঘটনা ঘটে। পরে শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় মারা যায় রশিদ। এই ঘটনায় আশিক (২৩) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
নিহত রশিদ সদর উপজেলার ১নং চেহেলগাজী ইউনিয়নের গোপালগঞ্জ বাজার মোল্লাপাড়া এলাকার মুসলিম উদ্দিন ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করতেন।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে এলাকায় একটি বিয়ের আয়োজন চলাকালীন সময়ে চুয়ানি খেয়ে নেশা করার জন্য রশিদ, আশিক, উজ্জল ও রাশেদ রানীগঞ্জ মোড়ের সাওতাল পাড়া এলাকায় যায়। সেখানে নেশাগ্রস্ত অবস্থায় তাদের মাঝে তর্ক-বিতর্ক ও মারামারি হয়। এতে গুরুতর আহত হয় রশিদ। আহত অবস্থায় অন্যরা রশিদকে ফেলে চলে আসে। সকালে স্থানীয়রা রশিদকে রানীগঞ্জ মোড় এলাকার ধান ক্ষেতে পড়ে থাকতে দেখে তার পরিবারের সদস্যদের খবর দেয়। পরিবারের লোকজন রশিদকে আহত অবস্থায় চিকিৎসার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। দুপুরে চিকিৎসাধীন অবস্থায় রশিদ মারা যান। এই ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে সদর উপজেলার গোপালগঞ্জ বাজার মোল্লাপাড়া এলাকার জাহাঙ্গীর আলীর ছেলে আশিককে আটক করে।
দিনাজপুর কোতয়ালি থানার ওসি (তদন্ত) আসাদুজ্জামান বলেন, ঘটনার খবর পেয়ে একজনকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
মন্তব্য করুন