চট্টগ্রামের জহুর হকার্স মার্কেটে আগুন লেগেছে। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি স্টেশনের ১৩টি ইউনিট।

আগুন লাগার খবরে হকার্স মার্কেট ছাড়াও আশপাশের মার্কেট ও দোকানে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
 
নগরীর আগ্রাবাদে ফায়ার সার্ভিসের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সমকালকে বিষয়টি নিশ্চিত করেছেন। তবে অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তারা।

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক নিউটন দাস বলেন, শুক্রবার রাত সাড়ে ৯টায় নিউ মার্কেট সংলগ্ন হকার্স মার্কেটে আগুন লাগে। খবর পাওয়ার পর আগ্রাবাদ, চন্দনপুরা ও নন্দনকানসহ বিভিন্ন স্টেশনের ১৩টি গাড়ি অগ্নিনির্বাপণের কাজ করছে। তবে কিভাবে আগুন লেগেছে তা জানা যায়নি। অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়েছে কি না, তা জানা যায়নি।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাত সাড়ে ৯টার দিকে হকার্স মার্কেট থেকে প্রথমে ধোঁয়া বের হতে দেখা যায়। এরপর দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। এ সময় মার্কেটের বেশ কিছু দোকান পুড়ে যায়। আগুন লাগার খবর পেয়ে রাতে মার্কেটে ভিড় করতে থাকেন মালিক-কর্মচারীরা।

জহুর হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক মো. ফজলুল আমিন অবশ্য বলেন, ‘বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। মার্কেটের দারোয়ানও আমাদের তাই জানিয়েছেন। আগুনে ৩০-৪০টি দোকানের ক্ষয়ক্ষতি হয়েছে।’

এর আগে ২০১৯ সালের ১৯ অক্টোবর চট্টগ্রামের নিউমার্কেট সংলগ্ন জহুর হকার্স মার্কেটে ভয়াবহ আগুনে পুড়ে যায় শতাধিক দোকান। আগুন পার্শ্ববর্তী জালালাবাদ মার্কেটেও ছড়িয়ে পড়ে। দুটি মার্কেট আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।