ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রেন থেকে পড়ে ১৭ বছরের এক কিশোরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার আশুগঞ্জের বড়তল্লা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শ্রাবণ মিয়া ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার মধ্যপাড়ার রাকিব মিয়ার ছেলে।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সালাউদ্দিন খান নোমান ওই কিশোরের স্বজনদের বরাত দিয়ে জানান, বৃহস্পতিবার সকালে কয়েকজন বন্ধুর সঙ্গে আশুগঞ্জে যায় শ্রাবণ। বিকেলে চট্টগ্রামগামী কর্ণফুলী ট্রেনে ব্রাহ্মণবাড়িয়া ফিরছিল তারা। পথে আশুগঞ্জের বড়তল্লা এলাকায় ট্রেন থেকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে রেল পুলিশ মরদেহটি উদ্ধার করে।

তিনি আরও জানান, কিশোর শ্রাবণ ট্রেনের দরজায় দাঁড়িয়ে ছিল বলে জানা গেছে। স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় রেলওয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

এদিকে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় একজনের মৃত্যু হয়েছে। রেলওয়ে পুলিশ গত বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে সীতাকুণ্ড ডেপারপাড় এলাকা থেকে তার ছিন্নভিন্ন মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই খোরশেদ আলম জানান, সীতাকুণ্ড রেল স্টেশনের দক্ষিণ পাশে দুর্ঘটনার শিকার হন ওই ব্যক্তি। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চট্টগ্রাম রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে। ওই ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে।