- সারাদেশ
- প্রতিপক্ষের দেশীয় অস্ত্রের আঘাতে প্রাণ গেল যুবকের
প্রতিপক্ষের দেশীয় অস্ত্রের আঘাতে প্রাণ গেল যুবকের

প্রতীকী ছবি
রংপুরে জমি সংক্রান্ত বিরােধের জেরে প্রতিপক্ষের দেশীয় অস্ত্রের আঘাতে আশরাফুল (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত ৯টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আশরাফুল নগরীর বাহার কাছনা সিগারেট কোম্পানি জুম্মাটারী এলাকার বাসিন্দা। তার বাবার নাম শাহজাহান মিয়া।
হারাগাছ থানার ওসি (তদন্ত) ফিরোজ ওয়াহিদ জানান, জমি নিয়ে আশরাফুলের বাবা শাহজাহানের সঙ্গে প্রতিবেশী শ্যালিকা নাসরিন ও জামাই ইয়াসিনের বিরোধ চলে আসছিল। এরই জেরে শুক্রবার রাত ৮টার দিকে জুম্মাটারী পানির ট্যাংক এলাকায় আশরাফুল ও তার বড় ভাই সিয়ামের ওপর খালাতো বোনের স্বামী ইয়াসিন ও তার লোকজন হামলা করলে সংঘর্ষ বেধে যায়। এতে দেশীয় অস্ত্রের আঘাতে দুই ভাই মারাত্মকভাবে জখম হয়। পরে তাদের স্থানীয়রা উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে আশরাফুল চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
ওসি বলেন, ‘এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি শান্ত করা হয়েছে। সংর্ঘষের ঘটনায় নাসরিন ও ইয়াসিন আহত হলে তাদের হারাগাছ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।’
মন্তব্য করুন