বরিশালের চরবাড়িয়া ইউনিয়নের উলালবাটনা গ্রামে শুক্রবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী বৌ-ভাত। এই বৌ-ভাতের মধ্যমনি জার্মান তরুণী আলিসা থেওডোরাকে ঘিরে দুপুর থেকে বিকেল পর্যন্ত আমন্ত্রিত অতিথি ও দর্শনার্থীদের ভিড় লেগেই ছিল। বর রাকিব হাসান শুভ ব্যস্ত সময় কাটিয়েছেন অতিথিদের অভ্যর্থনা জানাতে।

শুক্রবার বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের উলাল বাটনা গ্রামে রাকিবের বাড়িতে প্রায় তিন হাজার অতিথি নিয়ে বৌভাতের এই অনুষ্ঠান হয়। এর আগে জার্মানের তরুণী আলিসা থেওডোরাকে (২৪) বিয়ে করে বরিশালের গ্রামের বাড়ি নিয়ে এসেছেন রাকিব হাসান শুভ (২৬)। রাকিব জার্মানির একটি কোম্পানিতে চাকরি করছেন ২০১২ সাল থেকে।

রাকিব হাসান শুভ বরিশাল সদর উপজেলার নগরী লাগোয়া চরবাড়িয়া ইউনিয়নের উলাল বাটনা গ্রামের শহীদুল ইসলাম ওরফে ইতালি শহীদের একমাত্র ছেলে। শহীদুল ইসলাম চরবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। শহীদুল ইসলামের দুই ছেলে মেয়ের মধ্যে রাকিব বড়। ২০২০ সালের ১৫ মার্চ জার্মানে রাকিব ও আলিসা ভালোবেসে বিয়ে করেন।

শহীদুল ইসলাম বলেন, বিয়ের পর থেকে ছেলের বউকে দেখার জন্য অপেক্ষায় ছিলেন রাকিবের মা নাসরিন জাহান মুন্নী। আমার মেয়ে সাদিয়া যুথীও ভাবিকে দেখার জন্য ছিল ব্যাকুল। তাদের বাড়ি আসার অপেক্ষায় ছিল স্বজনরাও। এর মধ্যে রাকিব-আলিসার কোলজুড়ে আসে ফুটফুটে ছেলে সন্তান। তার বয়স এখন ছয় মাস। নাম ইলিয়াস হাসান ইভান। আমরা ওদের আসার প্রতীক্ষায় ছিলাম। অবশেষে সন্তানকে নিয়ে গত ৫ মার্চ বাড়ি আসে রাকিব। ওদের সঙ্গে বেড়াতে এসেছে আলিসার বান্ধবী জেনিফা লাইসা।

শহীদুল ইসলাম বলেন, ছেলের বিয়ে উপলক্ষে জার্মানিতে কোনো অনুষ্ঠানের আয়োজন করতে পারিনি। গত বুধবার রাতে ধুমধাম করে গ্রামীণ রেওয়াজে রাকিব ও আলিসার গায়ে হলুদের অনুষ্ঠান হয়। গায়ে হলুদ অনুষ্ঠানে কনসার্ট, যাদু প্রদর্শন, গান ও নাচ পরিবেশিত হয় উন্মুক্ত মঞ্চে। শত শত দর্শনার্থী গভীর রাত পর্যন্ত উপভোগ করেন অনুষ্ঠান। শুক্রবার বউভাতের আয়োজন করা হয়। আত্মীয়-স্বজনসহ প্রায় ৩ হাজার অতিথি আসেন। তাদের বিশেষ আইটেমের খাবার দিয়ে আপ্যায়ন করা হয়েছে। সবাই ছেলের বউ ও নাতিকে দেখেছেন। দোয়া করেছেন। এতেই আনন্দে বুকটা ভরে যাচ্ছে।

আমন্ত্রিত অতিথি কবির হোসেন বলেন, বৌ-ভাতে এত আনন্দ  আয়োজন, বাহরী খাবার, সাজসজ্জা সহসা দেখা যায় না। এই গ্রামের সেরা বৌভাত হয়েছে আজ।

স্থানীয় ইউপি সদস্য জাহিদুল ইসলাম বলেন, রাকিব হাসান ঢাকা থেকে হেলিকপ্টারে করে জার্মান বউ নিয়ে বাড়িতে এসেছে। হেলিকপ্টার ও জার্মান বউকে দেখতে কয়েকশ’ মানুষ জড়ো হয়েছিল কাগাশুরা বাজার মাঠে। হেলিকপ্টার থেকে রাকিব -আলিসা নেমে আসার পর ঘোড়ার গাড়িতে করে নেওয়া হয় বাড়িতে। এমন দৃশ্য খুব একটা গ্রামে দেখা যায় না। এছাড়া জার্মান বধূকে দেখতে তাদের বাড়িতে ভিড় লেগেই রয়েছে। তারা বাড়িতে আসার কারণে এলাকায় গত এক সপ্তাহ ধরে উৎসবের আমেজ বিরাজ করছে।