আজ ১৭ই মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস এবং পবিত্র শবেবরাত উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ৩ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি কার্যক্রম। ফলে আগামী রোববার থেকে বাংলাদেশ ও ভারতের মধ্যে পুনরায় শুরু হবে বন্দরের কার্যক্রম। হিলি স্থল শুল্ক স্টেশনের উপ-কমিশনার মো. কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাহিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুর রহমান লিটন জানান, আজ থেকে আগামী শনিবার পর্যন্ত এই ৩ দিন সরকারি ছুটি রয়েছে। এ কারণে হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে পণ্য আমদানি-রপ্তানি, বন্দরের অভ্যন্তরে পণ্য ওঠা-নামাসহ সব কার্যক্রম বন্ধ থাকবে।