স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজ জন্মদিন। এ দিনের প্রথম প্রহরে জন্ম নেওয়া কন্যাশিশুর নাম রাখা হয়েছে বঙ্গমাতার ডাকনাম অনুসারে ‘রেণু’। চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালে শিশুটি জন্মগ্রহণ করে।

সকাল সাড় ৭টায় নিজ বাসভবন থেকে বেরিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেওয়ার পর সদর হাসপাতালে যান জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। পরে কন্যাশিশুটিকে তিনি কোলে তুলে নেন। এ সময় জেলা প্রশাসক শিশুটির মায়ের হাতে ফুল ও শিশুটির জন্য শুভেচ্ছা উপহারও তুলে দেন।

সেইসঙ্গে মায়ের অনুমতি নিয়ে বঙ্গমাতার ডাকনাম অনুসারে শিশুটির নাম রাখেন রেণু। রেণুর মা এই নাম শুনে খুশিতে হেসে ওঠেন। জেলা প্রশাসক রেণুর জন্য দোয়া করেন। এ সময় তার সঙ্গে ছিলেন হাসপাতালের তত্ত্বাবধায়ক মাহবুবুর রহমান, সিভিল সার্জন শাহাদাত হোসেন।

সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাহবুবুর রহমান বলেন, ১৭ মার্চ প্রথম প্রহরে অর্থাৎ রাত ১২টা ৫ মিনিটে ফরিদগঞ্জ উপজেলার সকদি রামপুর এলাকার আনোয়ার হোসেনের স্ত্রী লিজার একটি শিশুকন্যার জন্ম হয়। মা এবং নবজাতক দু’জনই সুস্থ আছে। 

চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেন, জাতির পিতা জন্মদিন উপলক্ষে আমরা এ উদ্যোগ নেই। জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদনের পর সকালে শিশু এবং তার মাকে শুভেচ্ছা জানিয়েছি। বাচ্চাটি খুব সুন্দর হয়েছে, সুস্থ আছে।