- সারাদেশ
- সিরাজগঞ্জে ২০ কিলোমিটার সড়কে যানজট
সিরাজগঞ্জে ২০ কিলোমিটার সড়কে যানজট

যানজটে থেমে আছে যানবাহন- সমকাল
সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমে আজ বৃহস্পতিবারও যানবাহনের ধীরগতি দেখা গেছে। সেতুর পশ্চিম পাড়ে ঢাকা-রংপুর মহাসড়কের কয়েকটি স্থানে মেরামত ও সংস্কার কাজের জন্য বৃহস্পতিবার সকাল থেকে থেমে থেমে যানজটও রয়েছে। টানা তিনদিনের ছুটির কারণে দীর্ঘ যানজটে নাকাল হচ্ছেন উত্তরের যাত্রীরা।
সেতুর পশ্চিম থানা ও কড্ডা ট্রাফিক পুলিশ এবং হাইওয়ে থানা পুলিশ যানজট নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে। গত কয়েক দিন ধরে বঙ্গবন্ধু সেতুর উভয় দিকে ঢাকা-রংপুর মহাসড়কে যানবাহনের ধীরগতি নিয়মিত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।
রাজধানী ঢাকার গুলশান এলাকার নাভানা গ্রুপ (ফার্নিচার) কোম্পানির সহকারী ব্যবস্থাপক এস.এম. তোহিদুজ্জামান ইমন বৃহস্পতিবার সমকালকে জানান, বুধবার রাত আটটায় ঢাকার কল্যাণপুর থেকে থেকে রংপুরের বাসে যাত্রা শুরু করি। বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড়ে ঢাকা-রংপুর মহাসড়কের টাঙ্গাইলের এলেঙ্গা ও সিরাজগঞ্জের কড্ডা এবং সর্বশেষ বগুড়ায় দীর্ঘ সময় আটকে ছিলাম। ভোরে পলাশবাড়ি নামার কথা থাকলেও ৪-৫ ঘণ্টা দেরিতে সেখানে নেমে পরে ঘোড়াঘাট পৌঁছি।
সিরাজগঞ্জ পুলিশ লাইন্সের রিজার্ভ অফিসার (আরও) সাইফুল ইসলাম জানান, বুধবার সন্ধায় রাজশাহী থেকে সিরাজগঞ্জ আসার পথে হাটিকুমরুল মোড়ে দীর্ঘ সময় আটকে ছিলাম।
সেতু পশ্চিম থানার ওসি মোসাদ্দেক হোসেন জানান, সেতুর পশ্চিমপাড়ে কড্ডার মোড়ে ফোরলেন প্রশস্থকরণ প্রকল্প, নলকায় সেতু নির্মাণ ও পাঁচিলায় সাসেক-২ প্রকল্পের ইন্টারচেঞ্জ ক্লোভারলিফ ফ্লাইওভার নির্মাণ কাজ চলায় মহাসড়কে এ সমস্যা প্রায়ই দৃশ্যমান। বুধবার থেকে টাঙ্গাইলের এলেঙ্গা থেকে শুরু করে সিরাজগঞ্জের নলকা পর্যন্ত যানবাহনের ধীরগতি নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে পুলিশ।
সিরাজগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ওসি লুৎফর রহমান জানান, সেতুর পূর্বপাড়ে টাঙ্গাইল জেলার এলেঙ্গা থেকে পশ্চিমে কড্ডার মোড়ে সওজ ও সেতু বিভাগের নির্মাণ কাজের পাশাপাশি আশির দশকের সরু নলকা সেতুর কারণে যানজট প্রায়ই হচ্ছে। বুধবার হটাৎ যানবাহনের চাপ বাড়ায় যানবাহনের প্রচন্ড ধীরগতি শুরু হয়েছে।
ট্রাফিক ইন্সপেক্টর (অ্যাডমিন) মো. সালেকুজ্জামান খান জানান, সিরাজগঞ্জের মহাসড়কে সংস্কার কাজের কারণে গত কয়েকদিন থেকেই থেমে থেমে যানবাহনে ধীরগতির সৃষ্টি হচ্ছে। বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে সিরাজগঞ্জের ঢাকা-রংপুর মহাসড়কে ২০ কিলোমিটার অংশের তিনটি স্থানে সওজের নির্মাণ কাজের কারণে যানবাহনের ধীরগতি রয়েছে।
সওজ নির্বাহী প্রকৌশলী দিদারুল আলম তরফদার বলেন, ‘বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে ঢাকা-রংপুর মহাসড়কের ক’টি স্থানে বিবিএর সড়ক প্রশস্থকরণ কাজের পাশাপাশি ফ্লাইওভার নির্মাণ কাজ চলছে। যে কারণে গাড়ি চালক-যাত্রীর সাময়িক দুর্ভোগ বেড়েছে। নির্মাণ কাজও দ্রুত এগিয়ে চলছে।
মন্তব্য করুন