- সারাদেশ
- মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ গেল মাদ্রাসাছাত্রের
মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ গেল মাদ্রাসাছাত্রের

প্রতীকী ছবি
যশোরে মাইক্রোবাসের ধাক্কায় সাকলাইন (২০) নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় মিন্টু (৩০) নামে এক রিকশাচালক গুরুতর আহত হয়েছেন। তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে যশোর শহরের মনিহার-নিউমার্কেট সড়কের বারান্দিপাড়া মাদ্রাসার কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাকলাইন ঝিনাইদহের মহেশপুর উপজেলার জলিলপুর গ্রামের আব্দুল আলিমের ছেলে। তিনি যশোর শহরের দড়াটানা মাদ্রাসার ছাত্র। আহত রিকশাচালক মিন্টু ঝিকরগাছা উপজেলার শ্রীচন্দ্রপুর গ্রামের বাবর আলীর ছেলে।
আহত রিকশাচালক মিন্টু ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মাদ্রাসা ছাত্র সাকলাইন ও রিকশাচালক মিন্টু মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় ঢাকা থেকে যশোরগামী একটি মাইক্রোবাস দ্রুতগতিতে আসতে থাকলে চালক নিয়ন্ত্রণ হারান। পরে মাইক্রোবাসটি তাদের দুজনকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মাদ্রাসাছাত্র সাকলাইনের মৃত্যু হয়। রিকশাচালক মিন্টু গুরুতর আহত হন। পরে পথচারীরা গুরুতর অবস্থায় রিকশাচালক মিন্টুকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে।
যশোর কোতয়ালী মডেল থানার ওসি তাজুল ইসলাম বলেন, দুর্ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে মাইক্রোবাসের চালক পালিয়ে যান। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুর্ঘটনার জন্য দায়ী মাইক্রোবাস এবং দুর্ঘটনাকবলিত রিকশাটি জব্দ করে কোতোয়ালি থানা পুলিশের হেফাজতে নেয়।
ওসি আরও জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। এই ঘটনায় এখন পর্যন্ত কোন মামলা হয়নি বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
মন্তব্য করুন