- সারাদেশ
- বিদেশি পিস্তলসহ রোহিঙ্গা সন্ত্রাসী গ্রেপ্তার
বিদেশি পিস্তলসহ রোহিঙ্গা সন্ত্রাসী গ্রেপ্তার

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে একটি বিদেশি পিস্তল ও গুলিসহ ওমর ফারুক (২৪) নামের এক রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (৮ এপিবিএন)। বৃহস্পতিবার সকালে এই তথ্য নিশ্চিত করেন ৮ এপিবিএন এর অধিনায়ক সহকারী পুলিশ সুপার সিহাব কায়সার খান।
গ্রেপ্তার ওমর ফারুক ১২ নাম্বার ক্যাম্পের ব্লক জি/৩ এর মো. সলিমুল্লাহর ছেলে।
এপিবিএন কর্মকর্তা সিহাব কায়সার খান জানান, বুধবার রাতে ক্যাম্প ১২ এর রফিকের দোকানের সামনে অস্ত্রধারী অবস্থানের খবর পেয়ে এপিবিএনের একটি দল সেখানে অভিযান পরিচালন করে। এসময় কোমরে গোঁজা অবস্থায় একটি বিদেশি নাইন এমএম পিস্তল ও পাঁচ রাউন্ড গুলিসহ ফারুক নামের এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়।
এপিবিএন এর এই কর্মকর্তা আরও জানান, এর আগে গ্রেপ্তার ওমর ফারুক মিয়ানমারে চলমান জান্তা সরকারবিরোধী যুদ্ধে অংশগ্রহণ করে ক'দিন আগে বাংলাদেশে ফিরে আসেন। এর তিনি ক্যাম্প ১২ তে একজন অস্ত্রধারী সন্ত্রাসী হিসেবে অবস্থান নেন।
গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলেও জানিয়েছেন তিনি।
মন্তব্য করুন