- সারাদেশ
- জন্মদিনে 'ওয়ারেন্টভুক্ত' আসামির সঙ্গে কেক কাটায় ওসি প্রত্যাহার
জন্মদিনে 'ওয়ারেন্টভুক্ত' আসামির সঙ্গে কেক কাটায় ওসি প্রত্যাহার

ওসি মুহাম্মদ ওসমান গনি
জন্মদিনে হত্যাচেষ্টার মামলায় 'ওয়ারেন্টভুক্ত' আসামির সঙ্গে কেক কাটার অভিযোগে কক্সবাজারের চকরিয়া থানার ওসি মুহাম্মদ ওসমান গনিকে প্রত্যাহার করে জেলা পুলিশে সংযুক্ত করা হয়েছে।
এই তথ্য নিজেই নিশ্চিত করেছেন ওসি মুহাম্মদ ওসমান গনি।
তিনি বলেন, গত ২ মার্চ আমার জন্মদিন ছিল। সেইদিন ছাত্রলীগ নেতা পরিচয় দিয়ে বেশ কয়েকজন কেক নিয়ে অফিসে হাজির হয়।
তিনি আরও বলেন, তাদের মধ্যে আরহান মাহমুদ রুবেল ও আলিফের বিরুদ্ধে আরেক ছাত্রলীগ নেতা তারেকুল ইসলাম হত্যাচেষ্টার মামলায় ওয়ারেন্ট ছিল। যা আমি একেবারেই অবগত ছিলাম না। কারণ আমি কয়েকমাস আগে এখানে যোগদান করেছি। তাই কার বিরুদ্ধে কী ওয়ারেন্ট ছিল তা জানতাম না। ওসির দাবি, সংঘবদ্ধ একটি চক্র পরিকল্পিতভাবে ওয়ারেন্টভুক্ত দুইজনকে কেক নিয়ে তার কাছে পাঠিয়েছেন, যা তিনি পরে বুঝতে পেরেছেন।
মন্তব্য করুন