১০২তম জন্মবার্ষিকীতে ‘কৃষকের ভালোবাসায় বঙ্গবন্ধু’ শিরোনামে কৃষকের পুঁজি শস্যদানা দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি তৈরি করা হয়েছে। এটি করা হয় কালোজিরা, সরিষা ও আতব চালের সমন্বয়ে।

 বড়াইগ্রাম উপজেলা কৃষি অফিসের তত্ত্বাবধানে তৈরি করা হয় এ প্রতিকৃতি।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শারমিন সুলতানা বলেন, এ বাংলাদেশ জাতির পিতা বঙ্গবন্ধুর অবদান। তার লালিত স্বপ্নের বীজের ফসল এ বঙ্গভূমি। তাই বাঙালির প্রাণের কৃষি বীজ দিয়েই শ্রদ্ধা ভালোবাসায় গড়ে তোলা হয়েছে এই প্রতিকৃতি।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উপলক্ষ্যে সারা দেশের মতো বড়াইগ্রামে শুরু হচ্ছে মুক্তির মেলা ও সুবর্ণজয়ন্তী উৎসব। সে উৎসবে উপজেলা কৃষি অফিসের স্টলে বঙ্গবন্ধুর এ প্রতিকৃতি প্রদর্শন করা হবে।