যশোরের কেশবপুরে সড়কের ওপর যাত্রীবাহী বাস উল্টে সুপারভাইজার নিহত ও ১৪ জন যাত্রী আহত হয়েছেন। 

বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, খুলনার চুকনগর থেকে যাত্রী নিয়ে আসার সময় কেশবপুরের আলতাপোল তেইশ মাইল নামক এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের উপর উল্টে যায়। এ সময় বাসের সুপারভাইজার নবিউল ইসলাম বাসের নিচে চাপা পড়েন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি পাশ্ববর্তী সাতক্ষীরার তালা উপজেলার লাউতাড়া গ্রামের ওমর মোড়লের ছেলে। এ দুর্ঘটনায় ১৪/১৫ জন যাত্রী আহত হয়েছে বলে স্থানীয়রা জানায়। পরে কেশবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন। তাদের মধ্যে গুরুতর আহত আবু তাহের (২৮), মাহফুজা খাতুন (৩০), আবু বকর সিদ্দিক (৬৮) ও মিরা খাতুন (১৮) কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। 

কেশবপুর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ পরিদর্শক শংকর বিশ্বাস বলেন, ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়। 

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আলমগীর বলেন, বাসের সুপারভাইজার নবি ইসলামকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।