দিনাজপুরের ফুলবাড়ীতে চাকা ফেটে যাওয়ায় নিয়ন্ত্রণ হারায় একটি ট্রাকের চালক। এ সময় বিপরীত দিক আসা একটি ট্রাক ও ট্রাক্টর মুখোমুখি সংঘর্ষ এড়াতে রাস্তার পাশে থাকা দোকানে ঢুকে পড়ে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ট্রাকের চালক ও ট্রাক্টরের হেলপার। ভেঙে চুরমার হয়ে গেছে চারটি দোকান।

দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের লক্ষ্মীপুরে বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় ট্রাকচালক হাসু শেখ (৫২) সামান্য ও ট্রাক্টরের হেলপার গোপেল (৫০) গুরুতর আহত হন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয়দের বরাতে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আশ্রাফুল ইসলাম জানান, ভোরে ঢাকা থেকে সিমেন্টবোঝাই করা একটি ট্রাক দিনাজপুরের দিকে আসছিল। পথে লক্ষ্মীপুর নামক স্থানে ট্রাকের সামনের একটি চাকা ফেটে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। একই সময় বিপরীত দিক থেকে একটি ট্রাক আলুবোঝাই করে নিয়ে যাচ্ছিল। মুখোমুখি সংঘর্ষ এড়াতে দুটি ট্রাক রাস্তার পাশের থাকা তিন দোকানে ঢুকে পড়ে। একই সময় আলুবোঝাই করা ট্রাকটির পেছন দিক থেকে আসা একটি ট্রাক্টর রাস্তার পাশে আরেকটি দোকানে উল্টে যায়। 

তিনি আরও জানান, এ সময় ট্রাকের চালক ও ট্রাক্টর হেলপার গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।