- সারাদেশ
- বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি রপ্তানি বন্ধ ৩ দিন
বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি রপ্তানি বন্ধ ৩ দিন

বাংলাবান্ধা স্থলবন্দর
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও পবিত্র শবে বরাত উপলক্ষে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে টানা তিন দিন সব ধরনের আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।
বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত কোনো ধরনের পণ্য আমদানি রপ্তানি করা হবে না। তবে স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে।
বাংলাবান্ধা আমদানি রপ্তানিকারক গ্রুপের সভাপতি আব্দুল লতিফ তারিন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী এবং পবিত্র শব-ই-বরাত উপলক্ষে ভারত ও বাংলাদেশের আমদানি-রপ্তানিকারক, ব্যবসায়ী এবং সিএনডএফ এজেন্টদের সঙ্গে কথা বলে এই সিদ্ধান্ত নেওয়া গয়েছে। রোববার থেকে আবারও সচল হবে এই স্থলবন্দরের কার্যক্রম।
মন্তব্য করুন