নাটোর শহরের পোস্ট অফিস এলাকায় ছাত্রলীগ ও যুবলীগ কর্মীদের বহনকারী মোটরসাইকেলের সঙ্গে পুলিশের মোটরসাইকেলের ধাক্কা লাগার ঘটনা ঘটেছে। এর পরিপ্রেক্ষিতে সংঘর্ষে জড়ায় পুলিশ এবং ছাত্রলীগ ও যুবলীগ কর্মীরা। এতে পুলিশের দুই সদস্যসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে এসব ঘটনা ঘটে।

হাসিব উদ্দিন (২৪) ও সেলিম হোসেন (২৫) নামে দুই পুলিশ কনস্টেবলকে উদ্ধার করে প্রথমে নাটোর সদর হাসপাতাল ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, পুলিশ কনস্টেবল হাসিব ও  সেলিম জাতীয় শিশু দিবসের মেলায় পুলিশের স্টল সাজানোর জন্য সাদা পোশাকে বেলুন কিনতে পুলিশ লাইন থেকে মোটরসাইকেলে যাচ্ছিলেন। এ সময় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী অনুষ্ঠান শেষে যুবলীগ ও ছাত্রলীগ কর্মীরা মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় পোস্ট অফিস মোড় এলাকায় ধাক্কা লাগে। এ সময় কথাকাটাকাটির এক পর্যায়ে সাদা পোশাকে থাকা দুই পুলিশ সদস্যের ওপর চড়াও হয় ছাত্রলীগ ও যুবলীগ কর্মীরা। পুলিশও তাদের ওপর চড়াও হলে সংঘর্ষ বাঁধে। এ সময় পুলিশের দুই সদস্য ও ছাত্রলীগ ও যুবলীগের তিনজন আহত হন। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান বলেন, পুলিশ তদন্ত করে ব্যবস্থা নেবে। এলাকার মানুষের কাছে শোনার পর মনে হয়েছে— তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এমন ঘটনা ঘটেছে।

নাটোর পুলিশ সুপার লিটন কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,  আহত ওই দুই কনস্টেবল সাদা পোশাকে  ছিলেন। কথাকাটাকাটির এক পর্যায়ে মোটরসাইকেল আরোহীরা পুলিশ সদস্যদের ওপর চড়াও হয়ে মারধর করে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে।