- সারাদেশ
- বকশীগঞ্জে বঙ্গবন্ধুর জন্মদিনে জাতীয় পতাকা উপেক্ষিত
বকশীগঞ্জে বঙ্গবন্ধুর জন্মদিনে জাতীয় পতাকা উপেক্ষিত

জাতির জনক বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবসে জামালপুরের বকশীগঞ্জ শহরে অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি।
পুরো শহরে মাত্র ২০-২৫ টি প্রতিষ্ঠানে উত্তোলন করা হলেও ৮০ থেকে ৯০ ভাগ ব্যবসা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি। ফলে জাতীয় দিবসেও উপেক্ষিত জাতীয় পতাকা।
১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবসে সারাদেশে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সব সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন বাধ্যতামূলক করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।
এ বিষয়ে বকশীগঞ্জ শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল হামিদ বলেন, ‘জাতীয় শিশু দিবস উপলক্ষে আমাদেরকে যে চিঠি দেওয়া হয়েছে সেখানে জাতীয় পতাকা উত্তোলনের বিষয়টির সুস্পষ্ট নির্দেশনা না থাকার কারণে এমনটা হয়েছে।’
এ ব্যাপারে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন জাহান লিজা বলেন, ‘জাতির পিতার জন্মদিন ও জাতীয় শিশু দিবসে সব প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনে সরকারি নির্দেশনা দেওয়া আছে। নির্দেশনা না মানলে ব্যবস্থা নেওয়া হবে।’
মন্তব্য করুন