- সারাদেশ
- বঙ্গবন্ধুর জন্মদিনের কেক কাটা অনুষ্ঠানে মারামারি, আহত ১
বঙ্গবন্ধুর জন্মদিনের কেক কাটা অনুষ্ঠানে মারামারি, আহত ১

হাসপাতালে চিকিৎসাধীন ইউপি সদস্য আলমগীর হোসেন। ছবি: সমকাল
পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার দক্ষিণ পূর্ব ধাওয়ার ৬১ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যলয়ে বঙ্গবন্ধুর জন্মদিনের কেক কাটা নিয়ে কথা কাটাকাটির জেরে মারামারির ঘটনা ঘটেছে। এতে ৩ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য আলমগীর হোসেন মিলন আহত হয়েছেন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ইউপি সদস্য আলমগীর হোসেন জানান, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবসের অনুষ্ঠানে উপস্থিত হয়ে কেক কাটার পর পরই বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি বিএনপি নেতা মো. আবুল কালাম হাওলাদার লোকজন নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে পুলিশ এসে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ বিষয়ে মামলা করা হবে।
ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওলি নেওয়াজ রিপন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পূর্ব শত্রুতার জেরে বিদ্যালয়ের সভাপতি আবুল কালাম হাওলাদার এসএমসির সদস্য আলমগীর হোসেনকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছে।
বিদ্যালয়ের এসএমসি সভাপতি মো. আবুল কালাম হাওলাদার বলেন, আলমগীর হোসেনকে অনুষ্ঠানে কে দাওয়াত দিয়েছে জিজ্ঞেস করায় বাক-বিতণ্ডার সৃষ্টি হয়েছে। তেমন কিছু হয়নি।
এ বিষয়ে ভান্ডারিয়া থানার উপ-পরিদর্শক মাসুদ খান বলেন, সকালে বঙ্গবন্ধুর কেক কাটাকে কেন্দ্র করে ৬১ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যলয়ে মারামারির ঘটনা ঘটেছে। এতে ইউপি মেম্বার আহত হয়েছেন। পুলিশের একটি টিম তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি।
মন্তব্য করুন