খাগড়াছড়ির রামগড়ে সীমান্ত দিয়ে চোরাই পথে আসা অর্ধকোটি টাকার মাদক ও বিভিন্ন সামগ্রী আটক করেছে রামগড় ৪৩ বিজিবির ব্যাটালিয়ন।  

বৃহস্পতিবার দুপুরে রামগড় ৪৩ বিজিবির ব্যাটালিয়নে সংবাদ সম্মেলনে রামগড় ৪৩ বিজিবির অধিনায়ক লে.কর্নেল মোহাম্মদ আনোয়ারুল মাযহার চোরাইপথে আসা জব্দ হওয়া মাদকের বর্ণনা দেন।

তিনি বলেন, শুধু গত ফেব্রুয়ারি মাসেই ৪৩ লাখ ৮৯ হাজার ৮৮০ টাকার চোরাই পণ্য আটক করা হয়। এর মধ্যে যানবাহনসহ বিভিন্ন প্রকার মাদক রয়েছে।

রামগড়ের ভারতীয় সীমান্ত দিয়ে চোরাইপথে আসা উদ্ধারকৃত মাদকদ্রব্যের মধ্যে রয়েছে, ২৪৬ বোতল ভারতীয় মদ, ২৫ কেজি গাজা, ১৫০ পিস ইয়াবা ৮৫৫ ঘনফুট গোলকাঠ, ১৩টি আসবাবপত্র ও ক্ষতিকারক ডিডিটি পাউডারসহ ১৮টি বিভিন্ন সামগ্রী। 

৪৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আনোয়ারুল মাযহার জানান, খাগড়াছড়ি জেলার রামগড় সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্তক অবস্থায় রয়েছে।