জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকীর অনুষ্ঠানে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে বরিশালের মেহেদিগঞ্জে সংঘর্ষে জড়িয়ে পড়েছে আওয়ামী লীগের দুই পক্ষ। 

বৃহস্পতিবার সকালে মেহেদিগঞ্জ উপজেলা চত্বরে স্থানীয় সংসদ সদস্য পংকজ দেবনাথ এবং তার বিরোধী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র কামাল উদ্দিন খানের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে বলে জানায় পুলিশ। এসময় পাতারহাট সরকারি রসিক চন্দ্র (আর.সি) কলেজের অডিটরিয়ামও ভাঙচুর করেছেন আওয়ামী লীগ কর্মীরা। 

পংকজ দেবনাথ অনুসারী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক সুমন ফরাজি বলেন, ‘পৌর মেয়র কামাল উদ্দিন খানের দুই ছেলে তাদের অনুসারীরা আমাদের  র‌্যালিতে ঢুকে বাদানুবাদ শুরু করে। পরে উপজেলা চত্বরে ফুল দিতে গেলে মেয়র কামাল উদ্দিন খান, তার দুই পুত্র রিমন খান, রিয়াদ খানসহ অনুসারীরা ফুল দিতে গেলে আমাদের বাধা দেন। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।’ 

মেহেদিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র কামাল উদ্দিন খান বলেন, ‘আমরা ও শিশু-কিশোরসহ বিভিন্ন সংগঠন সারিবদ্ধভাবে দাঁড়িয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিচ্ছিলাম। এসময় পংকজ দেবনাথ এমপি সমর্থিত যুবলীগ-স্বেচ্ছাসেবকলীগ নামধারী একদল সন্ত্রাসী এসে হাতুড়ি ও রড নিয়ে আমাদের ওপর হামলা করেছে। আমাদের ছেলেরাও তাদের প্রতিরোধ করে।’ 

মেহেদিগঞ্জ থানার ওসি সফিকুল ইসলাম বলেন, বঙ্গবন্ধুর জন্মদিনে মাল্যদানের সমস্যা সাধারণ কর্মীদের মধ্যে ধাক্কাধাক্কি ও উত্তেজনা হয়েছে। পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে দুপক্ষকে দুদিকে সরিয়ে দেন। এ ঘটনায় কোনো পক্ষ অভিযোগ দেয়নি। বলার মত কোনো ঘটনা ঘটেনি।’