গাজীপুরের টঙ্গীতে ছমিরুন নেছা (২৫) নামে এক পোশাক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে গাজীপুরা এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পশ্চিম থানা পুলিশ। তবে এ ঘটনার পর থেকে নিহতের স্বামী ফজলুর রহমান ফরহাদ পলাতক রয়েছেন।  

ছমিরুন শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলা সন্যাসীভিটা গ্রামের ছামিদুল হকের মেয়ে। তিনি স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন। 

স্থানীয় সূত্রে জানা যায়, সংসারের বিভিন্ন বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝামেলা হতো। গত দুইদিন ধরে তাদের মধ্যে ঝগড়া চলছে। তবে একদিন ধরে তাদের ঘরে সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীরা ঘরের ছিটকিনি খুলে দেখতে পায় ছমিরুন বিছানায় পড়ে রয়েছে। পরে তারা পুলিশকে খবর দেয়।

পুলিশ জানায়, খবর পেয়ে গাজীপুরা আলী আকবর মিয়ার বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের গলায় নখের আচড়সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহ আলম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে গলাটিপে হত্যা করা হয়েছে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে। এ ঘটনায় তার স্বামীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।