- সারাদেশ
- পায়রায় ধরা পড়ল ২ কেজির ইলিশ, চার হাজার টাকায় বিক্রি
পায়রায় ধরা পড়ল ২ কেজির ইলিশ, চার হাজার টাকায় বিক্রি

প্রায় দুই কেজি ওজনের ইলিশ
পায়রা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে বিশাল একটি ইলিশ। এর ওজন প্রায় দুই কেজি। দাম হাঁকা হয়েছিল পাঁচ হাজার ২৫০ টাকা। পরে পটুয়াখালী শহরের হেতালিয়া বাঁধঘাট মাছের বাজারে চার হাজার টাকায় বিক্রি করা হয় মাছটি।
বুধবার সন্ধ্যায় পটুয়াখালী শহরের সবুজবাগ এলাকার বাজারে মাছটি তোলা হয়। কিন্তু তখন এটি বিক্রি হয়নি। পরের দিন বৃহস্পতিবার সকালে ইলিশটি বিক্রি করা হয়, যার দাম প্রায় প্রায় আড়াই মণ চালের সমান।
এর আগে বুধবার বিকেলে পায়রা নদীতে ধরা পড়ে মাছটি। পরে স্থানীয় আড়ৎ থেকে মাছটি বিক্রির জন্য আনেন সবুজবাগ এলাকার মাছ ব্যবসায়ী মো. হারুন অর রশিদ (৫৫)। প্রথমে তিনি মাছটির কেজি হাঁকেন দুই হাজার ৫০০ টাকা। এতে এর দাম দাঁড়ায় পাঁচ হাজার ২৫০ টাকা। কিন্তু সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত মাছটি বিক্রি করতে পারেননি। পরে বৃহস্পতিবার সকালে মাছটি বিক্রি করেন।
মাছ ব্যবসায়ী হারুন অর রশিদ জানান, বুধবার বিকেলে পায়রা নদীতে জেলেদের জালে এ ইলিশটি ধরা পড়ে এবং সেখান থেকে চড়া দামে মাছটি কিনে আনেন তিনি।
পায়রা নদীর মাছ সুস্বাদু হওয়ায় অন্যান্য নদী কিংবা সাগরের ইলিশের চেয়ে দাম একটু বেশি হয়। এছাড়া এত বড় সাইজের ইলিশ সাধারণত সবসময় পাওয়া যায় না। তাই ক্রেতারাও চড়া দামে কিনে নেন।
মন্তব্য করুন