রাজবাড়ী ট্রাক-মাহেন্দ্র সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে দৌলতদিয়া-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের রাজবাড়ী সদর উপজেলার কল্যাণপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মাহেন্দ্র চালক গোয়ালন্দ উপজেলার নবুওছিম উদ্দিন পাড়ার বাসিন্দা মো. সুজন, সদর উপজেলার হরিহরপুর গ্রামের জিলাল প্রামানিকের ছেলে মমিনুল ইসলাম প্রামানিক এবং ফরিদপুর জেলার মধুখালী উপজেলার কামালদিয়া গ্রামের জালাল শেখের ছেলে সাইফুল শেখ।

স্থানীয় সূত্র জানায়, রাজবাড়ী থেকে গোয়ালন্দগামী একটি মাহেন্দ্র কল্যাণপুর অতিক্রম করার সময় বিপরীতদিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহেন্দ্র চালকসহ দুই যাত্রী গুরুতর আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তিনজনই চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এ ঘটনায় আহ্লাদিপুর হাইওয়ে থানার এসআই রাজীব জানান, দুর্ঘটনার পর ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তিনজনই মারা যায়। পুলিশ ট্রাকটিকে আটক করলেও চালক পলাতক রয়েছে।

আহ্লাদিপুর হাইওয়ে থানার ওসি দেলোয়ার হোসেন জানান, এ ব্যাপারে আইনগত পদক্ষেপের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।