- সারাদেশ
- সোনারগাঁয়ে গার্মেন্টস কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট
সোনারগাঁয়ে গার্মেন্টস কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনা শিল্প নগরীর ঝাউচর এলাকায় শান ফেব্রিকস নামের একটি গার্মেন্টস কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করছে। বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সুজন কুমার হালদার।
তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে এখন পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
মন্তব্য করুন