স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালিক বলেছেন, করোনা মোকাবিলায় বিশ্বের বিভিন্ন দেশের তুলনায় বাংলাদেশ অনেক এগিয়ে। এ পর্যন্ত দেশের ৮০ শতাংশ মানুষকে করোনাভাইরাসের টিকার আওতায় আনা হয়েছে। এখনো টিকার কার্যক্রম চলমান। ক্রমান্বয়ে দেশের প্রতিটি মানুষই টিকা পাবে।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কুমিল্লা চান্দিনার মহিচাইলে ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালের আন্তঃবিভাগের কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন স্বাস্থ্যমন্ত্রী।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডা. ফাতেমা রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বকসী, সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জিয়াউল হক মীর, পৌর মেয়র শওকত হোসেন ভূইয়া, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাফিয়া আক্তার ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আরিফুর রহমান প্রমুখ।