যশোরের মণিরামপুরে একটি ধানক্ষেতে বাজারের ব্যাগ থেকে এক নবজাতকের মরাদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার চালুয়াহাটি ইউনিয়নে নেংগুড়াহাট-শয়লাবাজার সংযোগ সড়কের মাঝামাঝি এলাকা থেকে ওই নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

চালুয়াহাটি ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আতিয়ার রহমান জানান, বৃহস্পতিবার নেংগুড়াহাট-শয়লাবাজার সংযোগ সড়কের মাঝামাঝি এলাকায় রাস্তার পাশে ধানক্ষেতে একটি বাজারের ব্যাগ পরে থাকতে দেখেন পথচারীরা। ব্যাগটি খুলে লুঙ্গিতে পেঁচানো অবস্থায় নবজাতকের (মেয়ে) মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়া হয়।

তিনি আরও জানান, এরপর পুলিশ এসে নবজাতকের মরদেহ নিয়ে যায়। কেউ মেরে মরদেহ ফেলে গেছে নাকি মরা বাচ্চা ফেলে গেছে এটা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

এ প্রসঙ্গে রাজগঞ্জ তদন্ত কেন্দ্রের পরিদর্শক বানী ইসরাইল বলেন, খবর পেয়ে আমরা নবজাতকের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছি। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে বিস্তারিত জানা যাবে।

তিনি আরো বলেন, ধারণা করা হচ্ছে কেউ মৃত অবস্থায় নবজাকতটি সেখানে ফেলে রেখে গেছে। এ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে।