- সারাদেশ
- বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর নামে শিক্ষার্থীদের কাছে চাঁদা আদায়ের অভিযোগ
বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর নামে শিক্ষার্থীদের কাছে চাঁদা আদায়ের অভিযোগ

পিরোজপুরের ইন্দুরকানীতে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালনের নামে শিক্ষার্থীদের কাছ থেকে চাঁদা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার ইন্দুরকানী উপজেলা সদরের ১৩ নম্বর ইন্দুরকানী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জন্মবার্ষিকী পালনের জন্য শিক্ষার্থীদের কাছে দশ থেকে পয়ঁত্রিশ টাকা নেওয়া হয়েছে। এ নিয়ে অভিভাবকদের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে।
অভিভাবকরা জানায়, জন্মদিন পালনে সরকার কোটি কোটি টাকা খরচ করে। কিন্তু আমাদের প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীদের কাছ থেকে চাঁদা আদায় করা হয়েছে।
এক শিক্ষার্থীর অভিভাবক বলেন, আমার মেয়ে ও ছেলের কাছ থেকে ১০ টাকা করে চাঁদা নেওয়া হয়েছে। তবে অন্যদের কাছ থেকে ৩৫ টাকা চাঁদা নেয়া হয়েছে।
শিক্ষার্থীরা জানায়, ১০ টাকা থেকে সর্বোচ্চ ৩৫ টাকা পর্যন্ত চাঁদা দিয়েছেন তারা।
এ বিষয়ে ইন্দুরকানী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেকেন্দার আলী খান চাঁদা আদায়ের সত্যতা স্বীকার করে বলেন, শিক্ষার্থীরা নিজ উদ্যোগে কেক কেনা ও সাজসজ্জার জন্য টাকা দিয়েছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম বলেন, বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী কর্মসূচীতে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা উত্তোলনের কোন বিধান নেই। যদি কেউ নিয়ে থাকে এমন অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন