সিলেট জেলা বিএনপির প্রত্যাশিত কাউন্সিল আগামী সোমবার অনুষ্ঠিত হচ্ছে। সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে ওইদিন কাউন্সিল ও দ্বিবার্ষিক সম্মেলনকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে বিএনপি। 

এবারের সম্মেলনে সরাসরি ভোটে তিনটি পদে নেতা নির্বাচিত করা হবে। সেজন্য সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে মনোনয়ন জমা দিয়েছেন পদ প্রত্যাশীরা। এর মধ্যে সভাপতি পদে সিলেট সিটি করপোরেশনের মেয়র ও বিএনপি নেতা আরিফুল হক চৌধুরীও রয়েছেন। 

বৃহস্পতিবার বিকাল ৫টার মধ্যে মনোনয়ন জমাদানের শেষ দিন তিনটি পদে ১২ জন নেতা মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে জানিয়েছেন বিএনপি সিলেট জেলা শাখার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল গাফফার। 

জানা গেছে, সভাপতি পদে আরিফুল হক চৌধুরী ছাড়াও মনোনয়ন জমা দিয়েছেন, জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম ও যুবদলের সাবেক কেন্দ্রীয় সহ সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র দাখিল করেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী আহমদ, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতা আব্দুল আহাদ খান জামাল, যুবদল নেতা আব্দুল মান্নান, কামরুল হাসান চৌধুরী শাহীন, আফম কামাল ও সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে মনোনয়নপত্র দাখিল করেন, সাবেক ছাত্রদল নেতা মো. লোকমান আহমদ, অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিব ও শাকিল মোর্শেদ।