চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মোহাম্মদ সাজ্জাদ হোসেন নামে এক যাত্রীর কাছ থেকে ১০টি স্বর্ণবার উদ্ধার করেছেন কাস্টমস কর্মকর্তারা।

বৃহস্পতিবার দুপুরে সৌদি থেকে আসা ওই যাত্রীর ব্যাগ স্ক্যানিং করে এসব স্বর্ণবার জব্দ করা হয়। এ ঘটনায় ওই যাত্রীকে আটক করা হয়েছে।

চট্টগ্রাম কাস্টমস হাউজের উপ-কমিশনার সালাহউদ্দিন রিজভী বলেন, 'সৌদি আরব থেকে আসা এক যাত্রীর ব্যাগ স্ক্যানিং করা হয়। এতে সন্দেহ হলে তল্লাশি করে একটি খেলনা গাড়ি পাওয়া যায়। পরে গাড়িটির লিথিয়াম ব্যাটারির ভেতর থেকে ১০টি স্বর্ণবার উদ্ধার করা হয়েছে, যার ওজন ১ কেজি ১৭০ গ্রাম।

তিনি আরও বলেন, ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।