- সারাদেশ
- আওয়ামী লীগের দুই গ্রুপের পাল্টাপাল্টি হামলা, আহত ৫
আওয়ামী লীগের দুই গ্রুপের পাল্টাপাল্টি হামলা, আহত ৫

টঙ্গাইলের ঘাটাইল উপজেলায় দিঘলকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের দুই গ্রুপের পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন পাঁচজন। এছাড়া দিঘলকান্দি ইউনিয়ন পরিষদের আসবাবপত্র, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির বাড়িসহ তিনটি বাড়ি ভাঙচুর করা হয়েছে।
স্থানীয় সূত্রে পুলিশ জানায়, ঘটনার সূত্রপাত হয় বৃহস্পতিবার সকাল ১১টার দিকে দিঘলকান্দি ইউনিয়ন পরিষদ ভবন থেকে। জন্মনিবন্ধন সংশোধনকে কেন্দ্র পরিষদের উদ্যোক্তাদের মারধর করেন ইকবালের লোক। এতে ফরহাদ হোসেন (২২) নামে এক উদ্যোক্তা আহত হন। পরে এ খবর পেয়ে বর্তমান চেয়ারম্যান রেজাউল করিম মটু তার দলবল নিয়ে ইকবাল খানের বাড়িসহ আরও দুই বাড়িতে হামলা করেন।
ইকবাল হোসেন খান বলেন, ইউপি নির্বাচন স্বচ্ছ না হওয়ায় আমি নির্বাচন কমিশনে মামলা করি। সেই মামলায় কমিশন ৭ এপ্রিল শুনানীর দিন ধার্য করেছেন। এতে ক্ষিপ্ত হয়ে বর্তমান চেয়ারম্যান রেজাউল করিম আমাকে হত্যা করার জন্য দেশীয় অস্ত্র নিয়ে বাড়িতে হামলা করেন। আমার বাড়ির দু’টি টিনশেড বিল্ডিং ঘর, ছোট ভাইয়ের দু’টি ঘর, একটি মোটরসাইকেলসহ ঘরে থাকা বিভিন্ন ধরনের আসবাবপত্র ভাঙচুর করেন এবং লুট করে নেন টাকা পয়সাসহ মূল্যবান মালামাল। মটু এবং তার ভাই সেলিমের নেতেৃত্বে শতাধিক লোক নিয়ে এ হামলা করে।
তিনি আরও জানান, হামলায় তার দলের জয় (২০), সাব্বির হোসেন (২৫), আল আমিন (২৮) ও কামাল হোসেন নামে চারজন আহত হয়েছে।
দিঘলকান্দি ইউপি চেয়ারম্যান রেজাউল করিম মটু বলেন, জন্মনিবন্ধন সংশোধনের বিষয়কে কেন্দ্র করে ইকবালের লোকজন ইউনিয়ন পরিষদের উদ্যোক্তাদের উপর হামলা করে। এসময় ফরহাদ নামে একজন উদ্যোক্তা আহত হন। এ ঘটনায় উদ্যোক্তাদের স্বজনরা ক্ষুব্ধ হয়ে হামলা চালিয়েছে।
ঘাটাইল উপজেলার চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের আহবায়ক শহিদুল ইসলাম লেবু বলেন, এটি একটি নেক্কারজনক ঘটনা। দিঘলকান্দি ইউপি চেয়ারম্যান রেজাউল করিম মটু ও তার ভাই মো. সেলিম এর নের্তৃত্বে এ ঘটনা ঘটানো হয়েছে। মটু আওয়ামী লীগের কেউ নয়।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (গোপালপুর পুলিশ সার্কেল) মু.সোহেল রানা। তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
মন্তব্য করুন